পোস্ট প্রসেসিং এর পরবর্তী ধাপ হল এক্সপোজার ঠিক করা। গত পর্বে আমরা দেখেছিলাম ফটোসপে কিভাবে কোন ছবির হোয়াইট ব্যালান্স ঠিক করে নিতে হয়। ভিডিওটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন।
যখন আপনি কোন ছবির হোয়াইট ব্যালান্স ঠিক করে নিবেন তখন ছবির এক্সপোজারও ঠিক হয়ে যায়। কিন্তু কখনো কখনো ছবি তোলার সময় হোয়াইট ব্যালান্স ঠিক থাকলেও ছবির এক্সপোজার ঠিক আসেনা। তখন আমাদের ছবিটির এক্সপোজার ঠিক করে নিতে হবে। আসলে আপনি যেভাবেই ছবি তুলেন না কেন একটি ছবির এক্সপোজার কখনোই ঠিক আসবে না যদি না আপনি কোন স্টুডিওতে ছবি তোলেন। আপনাদের কাছে আমার এই কথাটি ঠিক মনে নাও হতে পারে। আসলে কোন ছবির এক্সোজার নির্ভর করে আলোর উৎসের উপর। আপনি যদি ন্যাচারের বা ল্যান্ডস্কেপের ছবি তোলেন, অথবা বাইরে পোর্ট্রেইট ছবি তোলেন তাহলে আপনার ছবির এক্সপোজার নির্ভর করবে সূর্যের আলোর উপর। সূর্যের অবস্থান এবং সেদিনের আবহাওয়ার উপরও কিন্তু আপনার ছবির এক্সপোজার নির্ভর করবে। যেমন ধরুন প্রখর সূর্যের আলোতে যদি ছবি তোলা হয় তাহলে ছবিতে আলো এবং ছায়ার পার্থক্য অনেক বেশি হয় এবং তখন ক্যামেরাতে হয় আলো বা হাইলাইটেড অংশগুলো ছবিতে ভাল করে এক্সপোজড হয় অথবা ছায়া বা স্যাডো অংশগুলো ছবিতে ভাল করে এক্সপোজড হয়। কিন্তু আপনি কোন মতেই হাইলাইডেট এবং স্যাডো অংশের ছবি একসাথে ছবিতে আনতে পারবেন না। আবার যেদিন আকাশ মেঘলা থাকে সেদিন কিন্তু আপনি খুব সহজেই নরমাল এক্সপোজড ছবি তুলতে পারেন। খেয়াল করে দেখবেন মেঘলা দিনের ছবিগুলো খুবই সুন্দর ওঠে। কারণ ছবিতে হাইলাইটেড অংশ এবং স্যাডো অংশের পার্থক্য খুব কম থাকে। আপনি যদি দুপুরে কোন বড় গাছের ছায়ায় কারো ছবি তোলেন সেক্ষেত্রেও ছবির এক্সপোজার সুন্দর ওঠে।
স্টুডিওতে ছবি তুললে ছবির এক্সপোজার ঠিক আসবে কারণ আপনি সেখানে আলোর উৎস, সাবজেক্টের উপর আলো পড়ার এঙ্গেল এসব ঠিক করে নিতে পারবেন। কিন্তু ঘরের বাইরে সেই সুযোগ নেই। (আসলে যারা প্রফেসনাল ফটোগ্রাফার তারা বাইরেও বিভিন্ন লাইট, ফ্ল্যাস অথবা রিফ্লেক্টর ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করে থাকেন। তাও সেটা পোর্ট্রেইট অথবা গ্রুপ ছবি তোলার জন্য। কিন্তু আমরা যারা শখের ফটোগ্রাফার তাদের এত কিছু কেনার বা ব্যবহারের সুযোগ নেই)। সুতরাং আমাদের একমাত্র সম্বল হচ্ছে পোস্ট প্রসেসিং। কিকরে ফটোসপে ছবির এক্সপোজার ঠিক করবেন এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১