কেমন আছ তুমি? আমি ভাল নেই।
কারন সারাদিন তোমাকে নিয়ে ভাবি।
তুমি কেমন? ফর্সা নাকি খােটা, কালো নাকি ফর্সা?
তুমিকি হ্যান্ডসাম,কি কুৎসিত?
তোমাকে দেখার খুব সাধ হয় আমার। কিন্তু সাধ থাকলেই তো আর হবেনা। কারন তুমিতো আমার স্বপ্ন লোকের সেই রাজকুমার। যার সাথে বাস্তবের কোন মিল নেই।
িপ্রয়তম,
সেদিন তোমার এক দুত(কল্পলোকের এক পরী) এেস কানে কানে বলল , কিগো
তোমার কি কোন আবেগ নেই? পেতে ইচ্ছে করেনা তোমার রাজকুমারকে?
হ্যা প্রিয়তম,
খুব আছে, খুব ইচ্ছে করে, ইচ্ছে করে চিৎকার করে বলি, হ্যা আমিও ভালোবাসি। ভালোবাসি ।ভালোবাসি।
আমারো আবগ আছে। আমার ও হাওয়ায় উড়ে উড়ে যেতে ইচ্ছে করে তোমার কাছে, খুউউব কাছে।
তোমাকে চুমু খেতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে।ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে রাতের পর রাত গল্প করতে।
হ্যা প্রিয়তম,
তুমিতো জাননা আমি সারাদিন সারারাত তোমাকে আন্তাজ করি, এই দুই হাত দিয়ে তোমাকে ঠাওর করে দেখি।কিন্ত কল্পলোকের অন্ধপরি আমার চোখের উপর এক অদ্ৃশ্য ছায়া ফেলে রেখেছে। আমি তোমাকে ছুতে পারিনা, ধরতে পারিনা।
আবার সেদিন কি বলল জান, দরাজ গলায় বলল!
শোণ মেয়ে,
স্বপ্ন ,
সেতো জীবনের সাথে ঠাট্রা করা এক পর্দা মাত্র।
কথাটার মানে বুঝলামনা।
সত্যিই কি আমার কল্পনা আমার সাথে ঠাট্রা করবে।
আচ্ছা বলোতো
স্বপ্ন,
কল্পনা কেন সত্যি হতে পারেনা?
কিন্তু আমিতো জানতাম স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেনা,
যদি ঠাট্টাই করবে , তাহলে মানুষ কেন আবার ও স্বপ্ন দেখে,
আর আমি ই বা কেন আমার কল্পলোকের স্বপ্নকুমারকে এত ভালোবাসি?
ইতি...
কল্পলোকের রাজকুমারী
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১