মেরিন একাডেমীতে একদিন (ছবি ব্লগ)
হাট তে হাট তে চলে আসলাম প্যারেড গ্রাউন্ডে যেখানে সকালে ক্যডেট রা বিভিন্ন কুচকাওয়াজের অনুশীলন করে।
হাট তে হাট তে চোখে পড়লো অডিটোরিয়াম শোনা গেলো এইখানে একসময় সিনেমা চলত,সেইসময় নাকি পুরো চিটাগং শহরের লোকজন এসে সিনেমা দেখত এইখানে।মানে চিটাগং এ এই একটাই সিনেমা হল ছিল।সত্যতা ঠিক বিচার করে দেখিনি।
অডিটোরিয়ামের পাশেই ক্যডেট দের জন্য একটি ক্যন্টিনের সু ব্যবস্থা রয়েছে।
চলে এলাম একটি উচু পাহাড়ের মত জায়গায় সেখানে দেখলাম কিছু বসার মত ব্যবস্থা রয়েছে।জায়গাটা অদ্ভুত সুন্দর।বিকেলে ক্যডেটদের বসার সু ব্যবস্থার জন্য এই পাহাড়।এই পাহাড় টার নামটাও অনেক সুন্দর রিক্রিয়েশন হিল।
রিক্রিয়েশন হিল পার করে চলে আসলাম তিন কোনাকার বা ত্রিভুজ আকৃতির একটি জায়গায়।এই জায়গাটির নাম ও অনেক সুন্দর।ট্রাইয়েঙ্গেল কর্নার।
এই ট্রাইয়েঙ্গেল কর্নার থেকেই ক্যডেট ব্লক মানে ক্যডেট রা যেখানে থাকে সেটা দেখা যায়।দর্শনার্থীর জন্য ক্যডেট ব্লকে ঢুকায় নিষেধাজ্ঞা আছে বিধায় দূর থেকে দেখেয় তৃপ্ত থাকতে হবে।
ক্যডেট রা যেখানে পড়াশুনা এবং দাপ্তরিক কাজ সম্পাদনা করে সেই কাঠামোটির নাম ইন্সট্রাকশন ব্লক।এইটা অনেক বড় বিল্ডিং।
কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মেরিন একাডেমীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এই পথ দিয়ে ক্যডেট রা বিকেলে দৌড় অনুশীলন করে।এই টা একাডেমীর চার টা কর্নারের একটা।কর্নারের নামটাও কিন্তু সেরকম চিকি কর্নার।এই নামের মাহাত্য হচ্ছে এই যে এই কর্নারের আশে পাশেই ইনস্ট্রাক্টরদের বাসা।স্বভাবতই তাদের মেয়ে গুলাও এই অঞ্চলেই থাকে।ফলে ব্লগীয় পরিভাষায় লুল ক্যডেট রা এইদিকে আসে একটু লুলামি করার জন্যে।দেখেন জায়গাটা কি চিপা!
কমান্ডেন্টের অফিসের সামনের জায়গাটাও চমৎকার।
ঘুরতে ঘুরতে চলে এলাম ফায়ার ফাইটিং প্রশিক্ষণ কেন্দ্রে।
একটু সামনে গিয়ে দেখি নেভিগেশনাল ব্লক।এইখানে ক্যডেট দের জাহাজের ইন্সট্রুমেন্ট সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।
এইটার ঠিক অপজিটে রয়েছে বাস্কেট বল গ্রাউন্ড।
এই গ্রাউন্ডের পাশেই রয়েছে ওয়ার্কশপ।যেখানে ইঞ্জিন ক্যডেটরা তাঁদের হাতুরি বাটাল নিয়ে কামলার কাজ শিখতে যায়।
আরও অনেক কিছু আছে সুইমিং পুল,হসপিটাল,বিশাল খেলার মাঠ আরও অনেক কিছু কিন্তু ছবি তুলতে ভুলে গেছি।আফসুস।
ফিরে আসছি দেখি একটি পাখি বসে আছে একা ঠিক যেন একজন মেরিনার যার আশে পাশে কেউ নেই।শুধু আছে একা একা সাগর পারি দেবার অদম্য ইচ্ছা,কিছু রোমান্স ,আর দিগ্বিজয়ের হাতছানি।
ছবি ব্লগ ভালো হই নাই চান্দু।তুমার দিয়ে ছবি ব্লগ হবে না তুমি খেতে কাম করতি যাও গে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন