শ্রদ্ধাষ্পদেষু পিতা,
আমি যখন লিখছি, তখন সবাই আমাকে নিয়ে হা হুতাশ করছে।
আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে!
আমাকে চাপাতী দিয়ে কোপানোর ছবি পেইজে, স্ট্যাটাসে করে শেয়ার করছে।
২.
পিতা,
আপনিও আহাজারি করছেন জানি, সংবাদপত্রে কোন এক রাজনৈতিক দলকে গালি দেওয়া হচ্ছে।
আপনি আপনার সন্তানের হত্যাকারীদের বিচার চান।
পিতা, দেখুন এদের মধ্যে আমিও ছিলাম। এখন সেইস্থানটা ফাঁকা!
কিন্তু কার কাছে বিচার চাইবেন?
আমি তো দেশপ্রেমিকদের হাতের ফুলের টোকা পেয়েছি! তাই না হয় মেনে নিন!
আমি কারো কাছে বিচার চাই না।
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়!
---বিশ্বজিৎ
২ নং ছবির উৎস: ফেসবুকে একরামুল হক শামীমের ওয়াল থেকে পেয়েছি, যা ফেসবুক পেজ আম জনতার অভিধান নিয়েছে বিকল্প মিডিয়া থেকে এডিট করে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮