এ টিপসগুলো শুধু উবুন্টু নয়, প্রায় সব লিনাক্সের ক্ষেত্রেই কাজে লাগবে। সাধারণত একটা প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের অধীনে কোনো প্রোসেস হিসেবে রান করে। প্রোসেসগুলো সিস্টেমের রিসোর্স শেয়ার করে। যদি কোনো প্রোগ্রামে বাগ (অনাকাঙ্খিত ত্রুটি) থাকে, অথবা কোনো কারণে যদি বেশ কিছু প্রোসেসের রিসোর্স ম্যানেজমেন্টে জটিলতা সৃষ্টি হয় (deadlock সমস্যা অথবা এ জাতীয় কিছু.....) তাহলে সাধারণত প্রোগ্রামটি হ্যাং করে। অর্থাৎ কোন প্রোগ্রাম হ্যাং হয়ে যাওয়ার অর্থ কোন বিশেষ প্রোসেস ঠিক মত রান করতে সমস্যা হচ্ছে। আমি এখানে যেসব টিপসগুলো দিচ্ছি এগুলোর সবগুলোই হ্যাং হয়ে যাওয়া প্রোসেসটা বন্ধ করে দেয়।
১. টাস্কবারের খালি জায়গায় রাইট ক্লিক করে Add to Panel অপশনে ক্লিক করুন। Force Quit নির্বাচন করে Add বাটন ক্লিক করুন। টাস্কবারে Force Quit এর শর্টকাট চলে আসবে। কোনো প্রোগ্রাম হ্যাং হলে ঐ শর্টকাটের উপর ক্লিক করে পরিবর্তিত কার্সর দিয়ে প্রোগ্রামটির উপর ক্লিক করুন। হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে।
২. এখন যে টিপসটি দিব তা আগেও একরার দিয়েছি। আসলে একটু আগে যে টিপসটা দিলাম তারই কনসোল সংস্করণ এটি। টার্মিনাল খুলে লিখুন xkill
বদলে যাওয়া কার্সর দিয়ে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রামের উপর ক্লিক করুন।
৩. টার্মিনালে top কমান্ড দিলে ঐ সময়ে সর্বোচ্চ রিসোর্স ব্যবহারকারী প্রোগ্রামগুলোর তালিকা আসবে, প্রতিটি প্রোগ্রামের PID কলামে উল্লিখিত মান নির্দেশ করে ঐ প্রোগ্রামের প্রোসেস আইডি কত। প্রোসেস আইডির মান জানার পর ctrl+c চেপে কমান্ড বাতিল করে নিচের কমান্ড দিন।
kill PID
PID এর জায়গায় প্রোসেস আইডি নম্বর লিখতে হবে।
৪. আরেকটা কমান্ড দিচ্ছি যা দিয়ে সিস্টেমে রান করছে এমন সব প্রোসেসের আইডি প্রদর্শন করে।
ps -aux|less
স্পেসবার চেপে ধরে দেখতে পাবেন কি কি প্রোসেস রান করছে। PID কলাম থেকে দেখে নিন প্রোসেস আইডি কত। এবার q চেপে কমান্ড বাতিল করুন। ঠিক আগের টিপসের মতই প্রোসেস টারমিনেট করুন নিচের কমান্ড দিয়ে
kill PID
PID এর জায়গায় প্রোসেস আইডি নম্বর লিখতে হবে।
অনেক সময় কিছু বিচিত্র সমস্যা দেখা যায়, যেমন কোনো মিউজিক প্লেয়ার বন্ধ করার পরও হয়তো ট্র্যাক বন্ধ হয়নি। এসব ক্ষেত্রে শেষ দুটো টিপস বেশ কার্যকর।
যদি কোনো প্রোসেসের ইউজার root হয়, তাহলে কমান্ডগুলো অ্যাডমিনিস্ট্রেটর মোডে দিতে হবে। যদি সিস্টেম উবুন্টু হয় তাহলে sudo কমান্ড ব্যবহার করা যায়। নন ডেবিয়ান ডিসট্রিবিউশনের ক্ষেত্রে su root কমান্ড দিয়ে রুটমোডে সুইচ করে নেওয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬