উবুন্টু ব্যবহারকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু টিপস:
১। ফাইল হিডেন করা: উবুন্টুতে কোন ফাইল হিডেন করার জন্য তা রিনেম করে তার নামের শুরুতে একটি ডট(.) বসিয়ে দিতে হবে। হিডেন ফাইল দেখতে চাইলে View মেনু থেকে Show Hidden Files অপশনটি সিলেক্ট করতে হবে।
২। সুপার ইউজার মোডে কাজ করা: সুপার ইউজার মোডে কাজ করার জন্য Alt+F2 চেপে Run Application বক্সে লিখতে হবে
gksu nautilus
তাহলে যে উইন্ডো খুলবে সেখানে সুপার ইউজার মোডে কাজ করা যাবে। কোন অ্যাপ্লিকেশন সুপার ইউজার মোডে চালু করার জন্য gksu কমান্ড ব্যবহার করা যায়। যেমন সুপার ইউজার মোডে ওপেন অফিস চালু করার জন্য Alt+F2 চেপে Run Application বক্সে লিখতে হবে
gksu oofromtemplate
৩। হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম ক্লোজ করতে: টার্মিনাল খুলে লিখুন xkill
বদলে যাওয়া কার্সর দিয়ে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রামের উপর ক্লিক করুন।
৪। ডেস্কটপের ভিডিও স্ক্রিনশট নিতে: ডেস্কটপের ভিডিও স্ক্রিনশটের জন্য ব্যবহার করতে পারেন gtkrecordmydesktop সফটওয়্যারটি।
৫। কোন শব্দের উচ্চারণ জানতে: কোন ইংলিশ শব্দের উচ্চারণ শোনার জন্য টার্মিনাল খুলে espeak কমান্ড দিন। যেমন "hello" শব্দটার উচ্চারণ শোনার জন্য কমান্ড হবে espeak hello
৬। .bin এক্সটেনশন যুক্ত ফাইল ব্যবহার: অনেক ক্ষেত্রে .bin এক্সটেনশনযুক্ত ফাইল ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। অনেক ক্ষেত্রে ইনস্টলার অ্যাপ্লিকেশনটি এই এক্সটেনশনে থাকে। সবচে সহজ উপায় ঐ ফাইল হোম ফোল্ডারে রেখে টার্মিনালে নিচের কমান্ড দেওয়া (ধরা যাক আমাদের ফাইলটির নাম abc.bin )
./abc.bin
লোকেশন আলাদা হলে কমান্ডটি দেয়ার আগে টার্মিনালে আগে ফাইলটি যেখানে রাখা আছে সেখানে যেতে হবে।
৭। কোন স্ক্রিপ্ট বা ফাইলকে এক্সিকিউটেবল করার জন্য: এজন্য ফাইলের উপর রাইট ক্লিক করে Properties নির্বাচন করতে হবে। Permission ট্যাব সিলেক্ট করে Allow executing file as program এই বক্সে টিক চিহ্ন দিতে হবে। অথবা টারমিনালে এই কমান্ড ব্যবহার করতে পারেন
(ধরা যাক আমাদের ফাইলের নাম sample)
chmod +x sample
পরবর্তীতে উবুন্টু নিয়ে আরও লেখার ইচ্ছা আছে। সবাই ওপেন সোর্স সফটওয়ার ব্যবহার করুন। পাইরেসির সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।