সকাল বেলা বাসা থেকে বের হলাম খিলগায়ের উদ্দেশ্যে। সেখানে কাজ সেরে আবার বাসায় ফিরবো।

গাড়ি থেকে নেমে গন্তব্যে পৌছতে কিছু পথ হাটা লাগে। কিছুটা পথ হেটে গলির ভিতরে ঢুকতেই এক অভদ্র মহিলা আমার পথ রোধ করে দাড়ালো। :-& :-& এদের কে বাইদা না কি যেন বলে। হাতে এক হাতে ছোট কৌটা। তার কোলে একটা বেবি, ২-৩ বছর হবে বয়স। বললো বাচ্চা না খেয়ে আছে। টাকা দিতে হবে, বাচ্চাকে খাওয়াবে। বাচ্চাটার কথা চিন্তা করে খুব খারাপ লাগলো। পকেট থেকে মানিবেগ বের করে দশ টাকা দিলাম। ৫০টাকার একটা নোট ছিলো। টাকা বের করে দেয়ার সময় সে একটা ছোট নোট দেখেছে এবং আমাকে বলছে ৫০ টাকার নোট দেয়ার জন্য। তার কাছে খুচরা টাকা আছে, সেগুলো আমাকে দিয়ে নোট নিবে

আমি প্রথমে দিতে চাইনি। পরে রিকোয়েষ্ট করছে বলে আমি দিলাম। সে ৫০টাকার নোট নিয়ে সোজা হাটা শুরু করেছে আর আমি হাবলার মত তাকিয়ে রইলা।

কল্পনাও করিনি অসভ্য মহিলা এমনটা করবে।

এক ধরনের ছিনতাই বলা চলে।

আমি নিরুপায়!!!! অল্প কটা টাকা না হয় নিল কিন্তু আমি ভাবছি সে কাজটা করলো কি!! এ কোন সমাজে বসবাস করছি আমরা!!! সে পুরুষ মানুষ হলে ধরে পিটনি দেয়া যেত কিন্তু এটা ছিলো একটা অভদ্র মহিলা। ঘর থেকে বের হলেই চুরি, ডাকাতি, ছিনতাই, এমন কি জীবনের নিরাপত্তা নাই। এ কোন সমাজে বসবাস করছি আমরা!!! ভাবতেই গা শিয়োরে উঠে
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১২