
৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলে-মেয়ে এবং ৩৩ জন নাতি-নাতনি নিয়ে জিয়োনা চানার সংসার। এরপরও আরো বিয়েতে আপত্তি নেই ৬৬ বছর বয়স্ক ভারতীয় এ বৃদ্ধের।
চানার বাড়ি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মিজোরাম রাজ্যের পার্বত্যাঞ্চলীয় এক প্রত্যন্ত গ্রামে।
বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী ওই গ্রামে ১০০ কক্ষবিশিষ্ট চারতলা এক ভবনে ওই পরিবারের বাস।
জিয়োনার ব্যক্তিগত কক্ষের কাছাকাছি তার স্ত্রীরা কয়েকটি কক্ষে একসঙ্গে থাকে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, জিয়োনা চান ৭-৮ জন স্ত্রী সবসময় তার আশেপাশে থাকুক।
তার ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিরা একই ভবনের বিভিন্ন কক্ষে বাস করে। কিন্তু তাদের সবার জন্য রান্নাঘর একটাই।
জিয়োনা চানা বলেন, “একবার এক বছরে আমি ১০ জন নারীকে বিয়ে করেছিলাম।”
জিয়োনা কৃষিকাজ ও গবাধিপশু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে, তার স্ত্রীরা পালা করে রান্না-বান্না এবং মেয়েরা ধোয়া-মোছার কাজ করে।
১৬৭ সদস্যবিশিষ্ট ওই পরিবারের খাওয়ার জন্য প্রতিদিন ৯১ কেজি চাল ও ৫৯ কেজি আলু লাগে। এ প্রয়োজন তারা নিজেদের সম্পদ থেকে বা কোন বিশেষ সময়ে শুভাকাঙ্গীদের দেওয়া উপহারের মাধ্যমে মিটিয়ে থাকে।
জিয়োনা বলেছেন, “আমি এখনো আমার পরিবারের সদস্যসংখ্যা বাড়াতে প্রস্তুত এবং আরো বিয়ে করতে রাজি আছি।”
তিনি আরো বলেছেন, “আমার পরিচর্যা ও দেখা-শোনার জন্য অনেক লোকজন আছে এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি।”
জিয়োনা প্রথম বিয়ে করেছিল ১৭ বছর বয়সে এবং তার প্রথম স্ত্রী তার চেয়ে ৩ বছরের বড়।
জিয়োনা চানা স্থানীয় খ্রিস্টান ধর্মের শাখা বিশেষ ‘চানা’ ধর্মের অনুসারীদের প্রধান। ১৯৪২ সালে গঠিত এ ধর্ম বহুবিবাহ সমর্থন করে।
তারা বিশ্বাস করে শিগগিরই তারা খ্রিস্টানদের পাশাপাশি পৃথিবী শাসন করবে এবং তাদের মতে, এ ধর্মের অনুসারী ৪০০ পরিবার রয়েছে।