আপনি একজন বেকার যুবক।এজন্য পরিবার কিংবা গার্লফ্রেন্ডের কাছে রেগুলার ঝাড়ি আর গালি খান।হুম আর সমস্যা নেই।নিচের লেখাটি মন দিয়ে পড়ুন আর নিজের বেকারত্ব ঘুচিয়ে সবার মধ্যমণি হয়ে উঠুন।
এই পদ্ধতিতে আপনি পড়াশুনা জানুন কিংবা কম জানুন সেটা fact না। ন্যূনতম মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্য জানলেই হবে। এবার মন দিয়ে খেয়াল করুন...।।
প্রথমে আপনার এলাকাটি সার্ভে করুন কয়টি এপার্টমেন্ট আর অফিস আছে। ধরুন আপনার এলাকায় বিশটি এপার্টমেন্ট আর ছয় সাতটি অফিস আছে। এখন আপনি এলাকার সবচেয়ে ক্ষমতাশালী ছাত্রলীগ বা যুবলীগ এর বড় ভাইকে খুজে বের করুন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারা যেন মাথা হয়। তার কাছ থেকে অনুমতি আদায় করুন এই শর্তে তার জন্য ২৫% কমিশন রেখে আপনি ওই এলাকার থেকে পদ্মা সেতুর জন্য অনুদান যোগাড় করবেন। হুম এখন আপনি কাজে লেগে পড়ুন।অনূর্ধ্ব ১৮ বছরের নিচে ৫০ টাকা এবং ১৮ বছরের উদ্ধে ১০০ টাকা জন প্রতি ধরে প্রত্যেক ফ্ল্যাট আর অফিস থেকে টাকা সংগ্রহ করুন। এক্ষেত্রে খেয়াল রাখবেন কারো সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। মিষ্টি কথায় ভুলাবেন। যদি না ভিজে তাহলে ওই বড় ভাইয়ের কাছে নালিশ দিবেন। বাকিটা ওই বড়ভাই handle করবে। ধরুন প্রতি এপার্টমেন্টে ১০টি ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাটে ৪ জন সদস্য। এর মধ্যে একজনের বয়স ১৮ এর নিচে। তাহলে আপনার মোট সংগ্রহ হবে ৭০০০০ টাকা।
এখন টাকার ভাগ বাটোয়ারা। আপনার সংগৃহীত মোট টাকার ২৫% অর্থাৎ প্রায় ২০০০০ টাকা আগে ওই বড়ভাইকে প্রদান করুন। যেহেতু আপনি দেশের একজন সুনাগরিক সেহেতু আপনার টাকা থেকে ১০০০০ টাকা পদ্মা সেতুর জন্য সরকারের খোলা ব্যাংক অ্যাকাউন্ট এ প্রদান করুন। এই চেক প্রদান অনুষ্ঠানে আপনি চাইলে ওই বড়ভাইকে প্রধান অতিথি এবং গার্লফ্রেন্ডের বাপ বা বড় ভাইকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বানাতে পারেন। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। ৪০০০০ টাকা দিয়ে তো আর বড়লোক হওয়া যায় না। এখন এই টাকাটা আপনি ফ্রিলান্সার,ডু লান্সার, ডেস্টিনি এরকম ফটকা কম্পানি তে invest করুন। খেয়াল রাখবেন কোম্পানি যেন নুতন হয়। পুরান হলে কিন্তু ভেগে যাইতে পারে। তখন পুরাই লস। এখন ওই কোম্পানি তে আপনার টাকা দ্বিগুণ করুন। আবার বেশি লোভ কইরেন না, কারন লোভে পাপ আর পাপে মৃত্যু।
বিশেষ দ্রষ্টব্যঃ বড়ভাইকে আবার কম দিতে যাইয়েন না। তাহলে কিন্তু আবার ওপারে ফ্লেক্সি হয়ে যাবেন।
নিজেকে ঠকবাজ মনে হচ্ছে। আরে বোকা আপনি তো টাকা দিচ্ছেন। আর বাকি টাকাটা তো দিবে বিশ্বব্যাংক। আরে এজন্যই তো আবুলকে সরানো হইছে। এসব চিন্তা ঝেড়ে এখন কাজে লেগে পড়ুন।
(precaution-পুরাটাই আমার নিজস্ব উর্বর মস্তিস্কের চিন্তা।নিজেরা নিজ দায়িত্বে প্রয়োগ করবেন। কোন কিছুর জন্যে আমি দায়ী নই।)