

ঘাট থেকে দুই ভাবে আপনি মহেশখালি যেতে পারবেন,এক হল স্পিড বোট দিয়ে,অন্যটি হল, ট্রলার দিয়ে।আমি ট্রলার দিয়ে যাওয়াটাকে সাপোর্ট করি,স্পিড বোট এ যেতে আপনার বড়জোড় ১০ মিনিট লাগবে,এতে নদীর দুইপাশের অপূর্ব দৃশ্য দেখতে পারবেন না।











এইটা হল মহেশখালি ঘাট,একটু এগিয়ে রিকশা নিয়ে পুরো মহেশখালি ঘুরতে ঘন্টা দুই এর বেশি লাগবে না.

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ দুপুর ১:২০