আমি এই পোস্টে শুধু বিএনপির টা আলোচনা করলাম ।
১।দুদক চেয়্যারম্যান -এটা খুবই গুরুত্বপূর্ন পদ। যুবরাজ দুদক চেয়্যারম্যান হলে দেশ বিদেশে গ্রহন যোগ্যতা পাবে।
২।স্বরাস্ট্র মন্ত্রানালয় -পিন্টুকেই আমি বেশি পছন্দ ছিল ।কিন্তু বাবরের সামনে পিন্টু তেমন কোন গুরুত্ব নেই ।

৩।ক্রীড়া মন্ত্রানালয়-এবার পটলকে বাদ দিয়ে দৌড় সালাউদ্দিন দিলে ভাল হয়।এতে করে আমাদের আ্যথলেটরা উৎসাহ হবে তার মত দৌড়াতে ।

৪।মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় -এ পদের জন্য আমার সাকাচৌ আমার পছন্দ ছিল।তবে রাজাকারদের যে কেউকে এই মন্ত্রানালয় দায়িত দেওয়া যেতে পারে ।তবে মুজাহিদ সবার চেয়ে এগিয়ে।সে বলেছিল দেশে কোন যুদ্ধাপরাধী নেই।

৫।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়-সাইফুর রহমানকে দেওয়ার একমাত্র কারন তিনি একদা বলেছিলেন ইন্টারনেট আসলে দেশের সব তথ্য পাচার হয়ে যাবে।

৬।বানিজ্য মন্ত্রানালয়-যুবরাজ এর বন্ধু মামুন সাহেব গত বার ব্যবসা বানিজ্য করে খুব তারা তারি উন্নতি করেছে ।এই মন্ত্রানালয় দায়িত তাকে দেওয়া হলে আমাদের ব্যবসা বানিজ্য খুব প্রসার ঘটবে বলে আমার বিশবাস ।

৭।মহিলা ও শিশু মন্ত্রানালয়ঃফালু ভাই আমার একমাত্র পছন্দ।তার শিশু সুলভ হাসির জন্য।এতে দেশের শিশুরা ভাল করে হাসতে শিখবে।
৮।ধর্ম মন্ত্রানালয়ঃআলতাফ হুসেইন ছাড়া আল্লাহর উপর আর কারও এত ভরসা নাই।
৯।প্রেসিডেন্টঃ বিএনপি এর ইয়েসম্যান ।ইয়েস উদ্দিন প্রেসিডেন্ট থাকলে ভাল ।শুধু ইয়েস ইয়েস আর কিছু না।

১০।পরিবেশ ও বন মন্ত্রানালয়ঃ বনের রাজা ওসমান গনি ছাড়া আবার কে??

আওয়ামীলীগ ক্ষমতায় গেলে আমি কাদের কোথায় দেখতে চাই এই পোস্ট টা লেখা আমার পক্ষে লেখা সম্ভব না ।এর একমাত্র কারন ৭ বছর আগে আমার বয়স হয় নাই বোঝার।কেউ যদি আওয়ামীলীগ লিখতে চান তাকে আমার পক্ষ থেকে স্বাগতম ।তাই কারও পছন্দ না হইলে মাইনাস দেন ।কিন্তু গালাগালি কইরেন না।এইটা ফান পোস্ট আগেই বলেছি।