সেই দিন ঘুমিয়ে গেল প্রাণ,
যেদিন খোলা আকাশে আর ঘুড়ি উড়ল না,
বনবন হুংকারে আর লাটিম ঘুরলো না,
ডাংগুলির গুলি আর মুখ খোললো না,
শৈশব ভেসে গেল বন্যায়।
শৈশব বলে কি করেছি অন্যায়?
কলার খোলের নৌকাতে কেন আর পালানো হল না?
তালপাতার চরকিটা আর বানানো হল না?
মাটির ঢিলে জলপাই আর নামানো হল না?
প্রাণ নয়, সবখানে শুধু স্তব্ধতা বিরাজমান।
স্তব্ধতা!
সে তো শুধুই প্রাণ প্রাণ করছে!
বড়ই সে হাহাকার!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫১