নোবেল প্রাইজ সমাচার
আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড বার্নাড নোভেল - এর নামানুসারে। নোভেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয়
১.নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে :
i.সাহিত্য ii.পদার্থবিদ্যা iii.অর্থনীতি iv. চিকিৎসাশান্ত্র
v. শান্তি vi.রসায়ন
২.৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪ টি
প্রতিষ্ঠান।
৩.নোভেল পুরস্কার এর জন্য আলফ্রেড নোবেল উইল করে যান ৩১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ।
৪.নোবেল পুরস্কার এর বর্তমান অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৭০ হাজার ইউরো বা ১৩ লাখ ৭০ হাজার ডলার
৫.ইতিহাসের সবচেয়ে কম অর্থমূল্য ছিল ১৯২৩ সালে; ১,১৪,৯৩৫ সু্ইডিশ ক্রোনার।
৬. নোবেল পুরস্কার ঘোষণা করা হয়
অক্টোবর মাসে।
৭. প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ১০ ডিসেম্বর ; নোবেল এর মৃত্যু
দিবসে ।
৮.নোবেল পুরস্কার এর ইতিহাসে পুরস্কার দেয়া হয়নি ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সালে ।
৯. পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুস্কার প্রদান করে সুইডিশ একাডেমী অব সায়েন্সেস ।
১০. ২০০৯ পর্যন্ত পদার্থবিদ্যায় নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৮৭ জন।
কিছু মানুষ যারা পেয়েছিলেন নোবেল প্রাইজ :
১১.পদার্থবিদ্যায় সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি)।
১২.পদাথর্থবিদ্যা ও রসায়ন উভয়ক্ষেত্রেই প্রথম নোবেলজয়ী নারী মাদাম কুরি ।
মাদাম কুরি
১৩. পদাথর্থবিদ্যায় নোবেলজয়ী নারী ২ জন।
১৪. পদার্থবিদ্যায় দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব ; জন বার্ডেন ১৯৫৬ ও ১৯৭২।
১৫. পদাথর্থবিদ্যায় সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী লরেন্স ব্রাগ (২৫ বছর বয়সে)
লরেন্স ব্রাগ
১৬.পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়নি ৬ বার :
১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১, ও ১৯৪২ সালে।
১৭. ২০০৯ পর্যন্ত রসায়নে নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৫৬ জন।
১৮.রসায়নে নোবেলজয়ী নারী ৩ জন।
১৯.রসায়নে সবর্বপ্রথম নোবেল পুরস্কার পান জ্যোকে বাস ভ্যাটহফ (নেদারল্যান্ড)।
২০.রসায়নে দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব এফ স্যাঙ্গার (১৯৫৮ ও ১৯৮০)।
এফ সাঙ্গার
২১.রসায়নে নোবেলজয়ী পিতা-পুত্র আর্থার কর্নবার্গ (১৯৫৯) ও রজার ডি কর্নবার্গ (২০০৬)।
আর্থার কনবার্গ ও রজার কনবার্গ
২২.চিকিৎসাশান্ত্রে নোবেলজয়ী নারী ১০ জন।
২৩. চিকিৎসা শান্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান লিফন বিহরিং (জার্মানি) ।
২৪. চিকিৎসাশান্ত্রে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এইচ জিখোরনা (ভারত) ; ১৯৬৮।
২৫. নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশী ড.মুহাম্মদ ইউনূস; শান্তিতে ২০০৬।
ড.মুহাম্মদ ইউনূস
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল প্রাইজ পান ১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন