অবশেষে গতকাল বাসায় ফিরে দেখি গুগল থেকে চিঠি এসেছে - তাতে কাঙ্খিত চেকটি। এবারের চেকটি এযাবৎ কালে টাকার অংকে সবচেয়ে বড়, ৩৮৪.৭৬ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ৫৯.৫০ টাকা। আজকে চেক ব্যাংকে জমা দেব ভেবেছিলাম, কিন্তু কাজে এত ব্যস্ত ছিলাম যে ঘড়িতে যখন চোখ পড়ল ততক্ষনে পৌনে ছয়টা বেজে গেছে। কালকেই জমা দিতে হবে। নতুবা বেশ কিছুদিন চেকটি ঘরেই পড়ে থাকবে। শনি ও রবি সাপ্তাহিক বন্ধ আর সোমবার bank holiday (এখানকার সরকারি ছুটি)।
ভালই ব্যস্ত হয়ে পড়েছি … তাই ব্লগে নজর দেখার সময়ই পাচ্ছি না। তাই এই মাসে আয় অনেকটাই পড়ে গেছে। আশা করি আগামী মাসের শুরুর আগেই হাতের কাজগুলো সেরে ফেলতে পারব এবং পুনরায় ব্লগগুলোতে মনোযোগ দিতে পারব।
চেক না পেলে পুনরায় চেক পাঠানোর জন্য এখানে অনুরোধ করতে পারেন - Google Help › AdSense Help › Contacting Support
------------------------------------------------------------------
অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ফোরাম খোলার পর বার বার বাংলায় একটি ফোরাম খোলার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু বাংলায় ফোরামে তিক্ত অভিজ্ঞতা থাকার কারনে নতুন করে ফোরাম করা থেকে বিরত থেকেছি আর এর পরিবর্তে একটি বাংলা ব্লগ খুলেছি। এখানে আমার ইংরেজি ব্লগের প্রায় সবগুলো পোষ্টেরই বাঙ্গানুবাদ আছে। পড়ে দেখতে পারেন ... আশা করি ভাল লাগবে।
আর যদি নিয়মিত ভিজিট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনের নতুন পোষ্টের সারমর্মগুলো পরের দিন সকালবেলা আপনার ইনবক্সে পৌঁছে যাবে।
সাবস্ক্রাইব করতে এই লিংকে ক্লিক করুন এবং ইমেইল এড্রেস দিন। পুরো প্রক্রিয়াটি অটোমেটিক তাই প্রাইভেসি নিয়ে ভয় পাবেন না।
-------------------------------------------------------------------
পোষ্টটির সূত্র: গুগল এডসেন্স চেক - এপ্রিল, ২০০৯
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৯ রাত ১:১৫