আজ সকালে প্রথম আলোতে একটা লেখা পড়ছিলাম। একেবারে প্রথম পাতায়, প্রধানতম সংবাদ। আমাদের ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল নাকি বিশ্বসেরা।
এটা নিয়ে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন সহ অনেকে ১০ বছরেরও বেশী সময় ধরে গবেষণা করে চলেছেন।
খুব ভাল খবর হয়তো, কিন্তু এ খবরটা শুনে আমার বউ বলে উঠে..... আসলেই তো... আমরাই বিশ্বসেরা ছাগল। কারণ, ছাগল প্রজাতির না হলে এই দেশে দুই মহিলা ২৩/২৪ বছর ধরে দেশটার বারটা বাজিয়ে যাচ্ছে আর ছাগল জনগণ কিছুই করতে পারছে না।
আমি এর তীব্র প্রতিবাদ জানালে সে বললো, পাশের খবরটা পড়ে দেখ। তিন মন্ত্রীর (ইমাম, আশরাফ, রাঙা) একেকজন পৌণে চার কোটি টাকার গাড়িতে চড়ছে। এই টাকা নাকি আবার প্রাথমিক শিক্ষা খাতের। সে এটাও বললো, ভারতের মন্ত্রীরা চড়ে ৫ লাখ টাকার গাড়িতে আর আমরা কোটি কোটি। আমার বউয়ের রাজনৈতিক সচেতনতা দেখা অবাকই হলাম...
আসলে আমরাই বিশ্বসেরা ছাগল.....