বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রতিনিয়ত দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়। কার কি অবস্থা, অবস্থান, তা নিয়েও জরিপ করতে হয় অনেক রকম। এই জুলাই-২০১৩ এর প্রথম সপ্তাহে কোন জাতীয় দৈনিক পত্রিকার গড় সার্কুলেশন কেমন তা এখানে প্রকাশ করলাম। অনেকের কাজে লাগবে আশা করি। সরকারের খাতায় অন্য তথ্য থাকতে পারে।
১) প্রথম আলো ................ ৫,০৫,০০০ কপি
২) নয়াদিগন্ত.....................১,৭০,০০০ কপি
৩) কালের কণ্ঠ....................১,২০,০০০ কপি
৪) যুগান্তর ....................... ১,১০,০০০ কপি
৫) ইত্তেফাক ...................... ৮০,০০০ কপি
৬) সমকাল ........................ ৭৫,০০০ কপি
৭) ডেইলী স্টার......................৫০,০০০ কপি
৮) জনকণ্ঠ ...........................৩০,০০০ কপি
৯) যায়যায়দিন ..................... ২০,০০০ কপি
১০) সকালের খবর....................২০,০০০ কপি
টপ টেনের অবস্থান মোটামুটি এরকম। প্রকৃত সার্কুলেশন ৫ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করে রাজনৈতির পরিস্থিতির উপর। দুইটি হকার্স সমিতি থেকে সংগৃহীত ডাটা থেকে সংগৃহীত।
পাচ/তিন টাকার পত্রিকার অবস্থা নিম্নরূপ:
১) বাংলাদেশ প্রতিদিন ................ ৪,৫০,০০০
২) আমাদের সময় .......................১,২০,০০০
৩) মানবকণ্ঠ...............................১০০,০০০
'আমার দেশ' বন্ধ করায় নয়াদিগন্তের প্রচার বেড়ে গেছে।