দুর্বল বাঙালী মস্তিষ্ক সহজে এই ফাঁদে পা দেবে.....
ডেসটিনি ধরা খাওয়ার পর ইদানিং টক-শো গুলাতেও আলুচনা হয়, কিনতু মূল পয়েন্টে কেউ যাইতে পারে না্।
মূল বিষয়টা হইল, এই পিরামিড কোম্পানীগুলা ৪/৫গুন বেশী দামে আপনার কাছে কিছু মালামাল বিক্রি করে। এই পন্যগুলা সাধারনত বাজারে পাওয়া যাবে না। আপনার পক্ষে যাচাই করা সম্ভব হবে না। ৫,০০০ টাকার প্যাকেজ বিক্রি যদি তারা করে, সেটা সেই এমএলএম কোম্পানীর খরচ হয় প্রায় ১,০০০ টাকা। তার মানে ৪,০০০ টাকাই লাভ। আর সেই লাভ কি কোম্পানী পুরাটাই নেয়? না,
এই ৪,০০০ টাকার ভাগাভাগি হয়। পিরামিড মেম্বারদের দেয় প্রায় ২,০০০ টাকা, বাকি ২,০০০ টাকার মত পায় কোম্পানী।
অর্থাৎ প্রায় ২০০% লাভ।
এর চেয়ে ভাল ব্যাবসা কি আর আছে?
এখানে একটা কথা, ছাগলরা মানে ডেসটিনি মেম্বাররা তাহলে ১,০০০ টাকার অপ্রয়োজনীয় মাল কেন ৫,০০০ টাকায় কিনছে? তার উত্তর হলো, এটাই হলো লোভ। প্রতিষ্ঠানটি আপনাকে লোভে পড়ার যে ট্রেনিং দিচ্ছে, তাতেই আপনি গলে গেলেন। ভাবলেন, দুইজন বন্ধবান্ধবকে পটানো আর তাদের কাছ থেকে ১০,০০০ টাকা খসানো খুব কঠিন হবে না.....
ব্যাস এভাবেই চলছে পিরামিড তৈরীর কাজ আর ডেসটিনি হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে.....