দেশে এখন ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎ নিয়ে বোদ্ধা ব্লগারদের সাথে কথা কইতে মুঞ্চায় খুব.....
শিল্পাঞ্চলে ১২ ঘন্টা লোডশেডিং এখন । বাসাবাড়িতে মনে হয় আরও বেশী।
আমার জীবদ্দশায এতটা খারাপ অবস্থা দেখিনি।
সরকার বলছে, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নাকি ৮,০০০ মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ৫,০০০ এর কম। জ্বালানী খরচ বাঁচাতেই নাকি এই লোডশেডিং। তাহলে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কেন?
এই সরকার ক্ষমতায় আসার পর ৫ বার বিদ্যুতের রেট বেড়েছে। লোডশেডিং আর দাম, দুটোই বাড়ছে একসাথে। এর থেকে পরিত্রাণ কি নাই? এই মিথ্যাচারের কি কোন শাস্তি নাই? দায়ীরা কি পার পেয়েই যাবে?
ব্লগার বিদ্যুৎ বোদ্ধার কী বলেন?
কাঙালের কথা হচ্ছে, দাম বেশী দেব বিদ্যুতের। আপত্তি নাই। ন্যায্য দাম অবশই দিতে হবে। কিন্তু দামও বাড়বে আর লোডশেডিংও বাড়বে এটা তো ভাই মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে গতকাল সংসদে ব্যাপক মিথ্যাচার করলেন, রসিকতাও করলেন। বিদ্যুৎ সম্পর্কে নূ্ন্যতম ধারনা থাকলে এমনটি তিনি বোধহয় করতেন না.......