"ভ্রমণ গল্প কথা"- প্রথম বই প্রকাশিত হলো আমার ২০২২ এর বই মেলায়। এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হলো, ধন্যবাদ ও অনেক শুভকামনা এক রঙা এক ঘুড়িকে। কৃতজ্ঞতা আমাদের প্রিয় নীলদাকে। বইটি পাওয়া যাচ্ছে বই মেলার এক রঙা এক ঘুড়ির স্টলে। স্টল নাম্বার ১৪২! আমন্ত্রণ সবাইকে!
বেশ কয়েকটা দেশ দেখবার সৌভাগ্য আমার হয়েছে। অনেক গুলো নিয়েই লেখা হয়ে ওঠেনি।
অনুভূতিতে নাড়া দেবার মত সুখ বা আনন্দ বা রোমাঞ্চ যাই বলি, আমার ঝুলিতে যা আছে, লিখছি আজ।
★প্রথম ছিল, ঢাকা- সিডনি ভ্রমণের সময়টুকু। জীবনে প্রথম প্লেনে উঠেছি।
★ সিঙ্গাপুর এর চাঙ্গি এয়ারপোর্ট ছিল প্রথম বিস্ময়। একটা এয়ারপোর্ট যে এত সাজানো গোছানো, সুন্দর আর বিশাল হয়, দেখা হয়নি আগে।
★ রুক্ষ পাহাড় আর প্রথম তুষারপাত দেখেছি আফগানিস্তানের কাবুলে।
★ প্রথম মরুভূমি দেখেছি কাতারে।
★ প্রথম বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গ দেখেছি নেপালে!
★ ভূস্বর্গ কাশ্মীরের টিউলিপ বাগানের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করেছি। এখানে যেটা লিখেছি।
★ ভুটানের ঝুকিপূর্ণ পারো বিমানবন্দরে অবতরণ করেছি।
★ আমেরিকার প্রাকৃতিক জলপ্রপাত নায়াগ্রা, প্রতিটি নিশ্বাসের সাথে উপভোগ করেছি।
★ মালয়েশিয়ায় বার্ডস পার্কে বিভিন্ন প্রজাতির পাখিদের সাথে সহাবস্থান, ময়ুর-কাকাতুয়ার সাথে সীমাহীন সময় কাটানো, নির্মল আনন্দের বন্যা।
এসব অনুভূতি একান্তই আমার ছিল। মাঝেমধ্যে ব্লগে কিছু শেয়ার করতাম। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু কবি নীলসাধুর উৎসাহ আর পৃষ্ঠপোষকতায় অনুভূতিগুলো আজ বই আকারে রূপ পেতে চলেছে। অজস্র শুভকামনা নীলদার জন্য।
প্রিয় পাঠক, কল্পনার রঙে রাঙাতে পারিনি এ লেখা। যা দেখেছি তথ্য সংগ্রহ করে শুধু সেটাই বর্ণনায় সাজিয়েছি। আরো অনেক লেখা বাকি রয়ে গেল, জানিনা আর লিখতে পারবো কি না। জীবনকাল অনেক সংক্ষিপ্ত হয়ে আসছে। সবার কাছে দোয়া চাই।
সবার জন্য অনেক শুভকামনা ও ভালবাসা রইলো!
........... কামরুন নাহার বীথি।