আজ থেকে দু'বছর আগে বাসন্তী শুভেচ্ছার গুচ্ছ নিয়ে এসেছিলাম এই দ্বারে!! কাঁপা হাতে লিখেছিলাম, প্রকৃতিতে বসন্তের হাওয়া বইছে।
গাছে গাছে আমের মুকুল, কোকিলের কুহুতান, প্রমাণ করছে দেশে যতই হানাহানি থাকুক না কেন বসন্তকে বাধা দেবার কেউ নেই !
ফাল্গুনের প্রথম দিনে ফাল্গুনী শুভেচ্ছা দেয়া-নেয়ার মাতম শেষ হয়ে গেছে।
কিন্তু আজ আমি নিরবে চলে এসেছি ফাল্গুনী শুভেচ্ছা নিয়ে।
এ আঙিনায় আজ আমার প্রথম পদধুলি পড়ল।
সবাইকে শুভেচ্ছা জানাই এবং চাইছি সবার সহযোগিতা।
সেদিন যাদের পেয়েছিলাম, তাদের কেউ কেউ নেই আজ এ চত্বরে!! কিন্তু আরো অনেকেই এসেছেন, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। গতদিনের, আজকের, আগামীর বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজি এ বসন্ত লগনে সব্বাইকে আমার ফাল্গুনী শুভেচ্ছা!!
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(২,৩,৪,৫,৬,৭,৮) কসমস। কসমস ফুলের সাথেই যেন প্রজাপতি আর মৌমাছির মিতালি।
(৯)
(১০)
(১১)
(১২)
(৯,১০,১১,১২) গাঁদা।
(১৩)
(১৪)
(১৫)
(১৩,১৪,১৫) রঙ্গন।
(১৬)
(১৭)
(১৬, ১৭) ক্যালেন্ডুলা।
(১৮) ল্যান্টানা।
(১৯) লিলিয়াম।
(২০)ডালিয়া।
(২১)
(২২)
(২৩)
(২১, ২২, ২৩) গাজানিয়া।
(২৪)
(২৫)
(২৪, ২৫) জিনিয়া।
(২৬) অলকানন্দা।
(২৭)
(২৮)
(২৭, ২৮)জবা।
(২৯) সানসেট বেল।
(৩০)প্যান্সি।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩