আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে----------!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে দু'বছর আগে বাসন্তী শুভেচ্ছার গুচ্ছ নিয়ে এসেছিলাম এই দ্বারে!! কাঁপা হাতে লিখেছিলাম,
প্রকৃতিতে বসন্তের হাওয়া বইছে।
গাছে গাছে আমের মুকুল, কোকিলের কুহুতান, প্রমাণ করছে দেশে যতই হানাহানি থাকুক না কেন বসন্তকে বাধা দেবার কেউ নেই !
ফাল্গুনের প্রথম দিনে ফাল্গুনী শুভেচ্ছা দেয়া-নেয়ার মাতম শেষ হয়ে গেছে।
কিন্তু আজ আমি নিরবে চলে এসেছি ফাল্গুনী শুভেচ্ছা নিয়ে।
এ আঙিনায় আজ আমার প্রথম পদধুলি পড়ল।
সবাইকে শুভেচ্ছা জানাই এবং চাইছি সবার সহযোগিতা। সেদিন যাদের পেয়েছিলাম, তাদের কেউ কেউ নেই আজ এ চত্বরে!! কিন্তু আরো অনেকেই এসেছেন, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। গতদিনের, আজকের, আগামীর বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজি এ বসন্ত লগনে সব্বাইকে আমার ফাল্গুনী শুভেচ্ছা!!

(২) 
(৩) 
(৪) 
(৫) 
(৬)
(৭) 
(৮) 
(২,৩,৪,৫,৬,৭,৮) কসমস। কসমস ফুলের সাথেই যেন প্রজাপতি আর মৌমাছির মিতালি। 
(৯) 
(১০) 
(১১) 
(১২) 
(৯,১০,১১,১২) গাঁদা। 
(১৩) 
(১৪) 
(১৫) (১৩,১৪,১৫) রঙ্গন। 
(১৬) 
(১৭) (১৬, ১৭) ক্যালেন্ডুলা। 
(১৮) ল্যান্টানা। 
(১৯) লিলিয়াম। 
(২০)ডালিয়া। 
(২১) 
(২২) 
(২৩) (২১, ২২, ২৩) গাজানিয়া। 
(২৪) 
(২৫)(২৪, ২৫) জিনিয়া। 
(২৬) অলকানন্দা। 
(২৭) 
(২৮) (২৭, ২৮)জবা। 
(২৯) সানসেট বেল। 
(৩০)প্যান্সি।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন

মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন

যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই...
...বাকিটুকু পড়ুন