বাসর রাইতে বিলাই মারা !!!!
এটা নিয়ে একটা কৌতুহল কাজ করত । কথাটাকে আক্ষরিক অর্থেই চিন্তা করতাম - সত্যি সত্যি ই বিলাই মারে?
কিন্তু-
সবাই যদি বাসর রাতে ধরিয়া মারিত বিল্লি
ভীত বিল্লি এদেশ ছাড়িয়া চলিয়া যাইত দিল্লি
তাইলে দেখা যাচ্ছে আক্ষরিক অর্থে নেয়া সম্ভব না কারন সত্যি হলে ১৬ কোটি মানুষের দেশে মারার মত বিলাই থাকত না ।
বিলাই হত সোনার হরিণ ।
মানুষ এখন ছুটে টাকার পিছনে । তখন বিলাই+ টাকার পিছনে ছুটত!!! সঙ্কট হেতু বিদেশ হতে পর্যাপ্ত পরিমাণে বিলাই আমদানি করতে হইত ।
এসব কিছুই ত হচ্ছে না ।!!!
জানার জন্য সামুপিডিয়ার রত্ন ভাণ্ডারে দিলাম ঝাঁপ ।!!!
অবশেষে জ্ঞানধারায় হইলাম সিক্ত ।
আপনারাও হইতে চাইলে-
বিয়ের রাতে বিড়াল মারা। (মার্জার নিধন কাব্য)-নাজিম উদদীন
হাউ টু কিল বিলাই এট বাসর রাত বিয়াফক গবেষনাধর্মী টেকি পুষ্ট কঠিন ভাবে ২১+++-চশমখোর
বাসর রাতেই বিলাই মারিতে চান?? (অবিবাহিত পুরুষদের জন্য)-অযুত
বিয়ের পয়লা রাতে বিড়াল মারা বা মার্জার নিধন কাব্য:-শেরজা তপন
মার্জার নিধন কাব্য: ‘বাসর রাতে বিড়াল মারা’র পেছনের কথা (প্রবচনটির উৎপত্তি কাহিনী) -
আমার কাছে পারভেজ রবিনের টাই সবচেয়ে ভাল লাগছে । আপনার কাছে ? ?