নামের বাহার দেখে বোঝা যায় সমাজের রুগ্নতা....
"মুরগি মিলন, ডগ (কুত্তা) শিশির, বোম্বে লিটন,টোকাই সাগর, পিচ্চি হান্নান, গিট্টু নাসির, শুটার লিটন, টুন্ডা জলিল, বস্কামারা কবির, কাইল্যা মনির, জংলী শামীম, ডিব্বা হারুন, নাটকা বাবু, আন্ডা দেলু, চোট্টা হাইবা, চিকা হারুন, চিটার হারুন, বাস্টার্ড সেলিম, ল্যাংটা করিম, পকেট রফিক, ডাইনিং বাবু, ঠেক খাইরু, ক্ষুর হাদীছ, টুণ্ডা হারুন, টুটু বাবু, কুইড়া কবীর, লুলা লিয়াকত, ফকির চাঁন, ফেন্সী পাপন, চীনা থোকন, শ্যুটার রফিক, ডাইল খোকন।
রাজনৈতিক দলের কর্মী এবং সন্ত্রাসীদের নামের অগ্রে যুক্ত এইসব বাহারী উপাধি থেকে সেই দলটির সামাজিক-রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশে অভিব্যক্ত হয় দলটির সামাজিক অবস্থান। যা প্রকারান্তরে প্রকাশ করে "সমাজের রুগ্নতা", অসুস্থতা এবং প্রতিফলিত হয় দলটির সমকালীন বাস্তবতায় লুম্পেনদের আধিপত্য। এটি সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের বিকাশধারায় নৈতিক অবক্ষয়যুক্ত প্রপঞ্চ!
সুত্র- Click This Link
১. ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪ ০