চট্টগ্রামের পাশে তিনটি দল,দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গল এবং সিলেট রয়্যালস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবৈধ এবং বাইলজের সুস্পষ্ট লংগন করে চিটাগাং কিংস কে বিপিএল এর সেমিফাইনাল থেকে বাদ দেয়ায় চটেছে অন্য তিন দল। দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গল এবং সিলেট রয়্যালস দল তিনটির ফ্রাঞ্চাইজি জানিয়েছে তারা চট্টগ্রামের পাশে রয়েছে।
অন্যদিকে গভীর রাতে টেকনিক্যাল কমিটির রায়ে বরিশাল বার্নার্সের সেমিফাইনালে চলে যাওয়া এবং সকালে সংবাদ সম্মেলন করে চিটাগং কিংসের পক্ষ থেকে টেকনিক্যাল কমিটি বাইলজ লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে এসে অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি সাংবাদিকদের কাছে। শেষ পর্যন্ত অবস্থান পরিষ্কার করার এই সংবাদ সম্মেলন শেষ হয় বিস্তর বাগিবতণ্ডা ও হট্টগোলের মধ্য দিয়ে।
তিন দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার পরেও বাইলজের ২১.৮ (২) ধারা বাদ দিয়ে ২১.৮ (১) ধারা নিয়ে মাথা ঘামানো হয়েছে। চিটাগং কিংসের ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে জয়টি পুরোপুরি চেপে যাওয়া হয়েছে। চিটাগং কিংসকে বাদ দিতেই ঢাকা গ্ল্যাডিয়েটরসকে এই হিসেবের বাইরে রাখা হয়েছে। বাইলজের ২১.৮ (২) ধারায় বলা হয়েছে, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে তিন দলের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে যে বেশি জিতেছে, সে চলে যাবে সেমিফাইনালে। এ ক্ষেত্রে যেখানে বিপিএলে তিনটি দলের (ঢাকা, চিটাগং ও বরিশাল) পয়েন্ট সমান হয়েছে, সেখানে ঢাকাকে হিসেবের বাইরে নিয়ে গিয়ে বাইলজের এ ধারার কি অপপ্রয়োগ করা হলো না?।
সোমবার, রাত তখন সাড়ে ১২টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল একটি বেসরকারী টেলিভিশন টকশোতে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় অভিনন্দন জানান চিটাগং কিংসকে। বরিশাল বার্নার্সকে পরের বছরের জন্য শুভ কামনা জানান।
বিসিবি সভাপতি মধ্যরাত পর্যন্ত জানতেন না চিটাগং নয় বরিশালকে সেমিফাইনালে উন্নীত করার সব নীলনকশা তৈরি করছেন বিপিএল গভর্নিং কাউন্সিল এবং টেকনিক্যাল কমিটির সদস্যরা। বিসিবি সভাপতির ওই ব্যক্তব্য সম্পর্কে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে প্রশ্ন করা হলে অদ্ভুত উত্তর দিলেন, ‘তিনি যদি বিপিএলে কোন দলকে সমর্থন করে বলে থাকেন যে, এই দল সেমিফাইনাল খেলবেÑ সেটি তাঁর ব্যক্তিগত মত।’
শুধু বিসিবি সভাপতি নয় বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর বক্তব্যকে ব্যক্তিগত মত বলে চালিয়ে দিচ্ছেন, ‘আমরাও স্বীকার করি, আমাদের ভুল ছিলো। লিপু ভাই ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটি বিপিএল গর্ভনিং কাউন্সিলের মত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি ভুল হয়েছে। আমরা ভুল স্বীকার করে নেব। উনি কারো সঙ্গে আলোচনা না করে প্রেসবক্সে গিয়েছেন। হয়তো আপনাদের মতামত নেবার জন্য।’
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন