মানুষের মনে নানান রকমের স্বপ্ন থাকে। স্বপ্নের ধরনগুলোও ভিন্ন ভিন্ন।
আমরা সকলেই বড় কিংবা ছোট পর্দায় বিভিন্ন তারকাদের মুভি কিংবা নাটক দেখি,কিন্তু বাস্তবে হয়তো
তারা অধরাই থেকে যান। হয়তো কদাচিৎ এনাদের দেখা মেলে। তাই একসংগে এসব তারকাদের সামনে থেকে
দেখা পাওয়া,তাদের সাথে সেলফি তুলতে পারাটা অনেকটা স্বপ্ন পূরনের পর্যায়ই পরে। আমারও হয়েছিল এমনই এক সৌভাগ্য...
আমার সবচেয়ে পছন্দের অভিনেতা মোশাররফ করিম ভাই,তিনি সেলফি তোলা একদমই পছন্দ করেন না তার এর থেকে বেশি কাছে তাকে পেলাম না।
রোমান্টিক নাটকের পরিচিত মুখ,আরফান নিশো। খুবই আলাভোলা টাইপের মানুষ।
রুমেল ভাই,খুবই মজার মানুষ।
এই লোকটা মনে হয় কখনো বুড়া হবেন না...কচি খন্দকার। অলটাইম কচি.....
ফজলুর রহমান বাবু ভাই,কথা একটু কম বলেন। গানের গলাটা অসাধারন।
মাহফুজ আহমেদ ভাই,গেট আপেই বোঝা যায় কতটা ব্যাক্তিত্বসম্পন্ন মানুষ।
মীর সাব্বির ভাই,বাড়ির পাশের লোক। ভিতরেও যেমন,বাইরেও তেমন।
চাষী ভাই,ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না।
ফারুক হোসেন সাহেব,গোফেই যার আভিজাত্যের প্রকাশ।
এই আপুটার নামটা মনে করতে পারছি না।
ইরেশ যাকের, মেকআপ ছাড়া মানুষ এত্ত সাদা ক্যামনে যে হয়...হাসিটা নির্মল।
এনাদের নাম জানি না তবে "চলিতেছে সার্কাস" নাটকের খুবই পরিচিত মুখ।
বরিশালের আরেকজন জনপ্রিয় অভিনেতা।
নাদিয়া,অনেকটা ন্যাচারাল বিউটি বলা যায়।
সাজু খাদেম ভাই,তার ভাবটাই একটু অন্যরকম। মজার মানুষও বটে।
জাহিদ হাসান ভাই,বস লোক তো...ভিড়টা তাই একটু বেশিই। তবু নাগাল পেলাম।
আজ এ পর্যন্তই......ধন্যবাদ সকলকে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১