অবশেষে লালসালুর আর্ত-কবিতায় সাড়া দিয়ে আশু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন সরকার। আজ শুক্রবার ছুটির দিনেও বিশেষ জনগুরুত্বপূর্ণ বিধায় অসহায় ও বঞ্চিত রক্ষনাবেক্ষণ মন্ত্রনালয় এর এক জরুরী সভায় প্রধান এজেন্ডা হিসাবে সম্প্রতি সামহোয়্যান ইন নামক ব্লগে 'কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল চৌকি ও খাট' Click This Link কবিতা পড়ে সরকার প্রধান এ ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে নির্দেশ দেন। সরকার প্রধান এটিকে দেশের অন্যতম জাতীয় সমস্যা বলে ঘোষনা করে মন্ত্রনালয়কে একটি বিশেষ সেল ও তহবিল গঠণের সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দেন। সভা শেষে মন্ত্রনালয় হতে স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করা হয়।
প্রজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অসহায় ও বঞ্চিত রক্ষনাবেক্ষণ মন্ত্রনালয়
সম্প্রতি ব্লগে প্রকাশিত একজন বিশিষ্ট ব্লগারের বক্তব্য সরকারের গোচরীভূত হয়েছে। সরকার অবিলম্বে লালসালুর সমস্যা সমাধানে এ ব্যাপারে সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন ঘটক পাখ-পাখালি ভাইকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিটি করেছে এবং লালসালুর পিতা মাতার বিরুদ্ধে কেন ছেলেকে অবহেলা ও মনোবেদনা উপলদ্ধি না করে সন্ত্রাসী কর্মকান্ডে উৎসাহিত করার দায়ে দায়ী করা হবে না? এ মর্মে ৩৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশ জারী করেছে।
দেশ জুড়ে এ জাতীয় ভুক্তভোগীদের উদ্ধার কল্পে নিম্নোক্ত ওয়েবসাইটে তথ্য দেবার জন্য অনুরোধ করা যাচ্ছে। http://www.ghotokpakhivaibd.com/
(ফান পোস্ট, কেউ ব্যথা পেলে )
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ১০:৪০