পৃথিবী চিরকাল একই গতিতে সূর্যের চার পাশে ঘুরে, পরিবর্তন নাই। ঠিক তেমনি তার সৃষ্টিকর্তা। অনাদি অনন্ত, চির অপরিবর্তনীয়। কিন্তু তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরোপুরি ভিন্ন ভাবে। এক একেক জন একেক রকম, কারো সাথে কারো কোন মিল নেই। যেমন তারা দৈহিক গঠনে ভিন্ন, তেমনি ভিন্ন তাদের চাল চলনে, আচার ব্যাবহারে।
বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার কিছুই দরকার হয় না ।অথচ তিনি কি খেলাটাইনা খেলেন।তার সৃষ্টি মানুষের বেঁচে থাকার জন্য কত কিছুঁর না দরকার হয়।আর কত কিচুর জন্য মানুষ ঝাপিয়ে পড়ে জিবন-যুদ্ধে। যুদ্ধ জয়ী হতে হলে প্রধান যে জিনিসটা দরকার তা হল টাকা। কারন টাকা হলে সবকিছু পাওয়া যায়। টাকার জন্য মানুষ চুরি ,ডাকাতি্ কত কিছু না করে।
সৃষ্টিকর্তা দেখে আর মনে হয় বলে আমিত ভালই আছি। কারন সে যদি সব দেখে ভাল না থাকতো তাহলে মানুষ কে সে অন্য ভাবে সৃষ্টি করত। হুতে পারে তার মত করেই! টাকার জন্য মানুষে মানুষে কত পার্থক্য। মনে হয় সে মানুষ না তার চাল-চলন,কথা-বারতা সবই যেন টাকা দ্বারা নিয়ন্ত্রিত। আর এই টাকার জন্য দেশের মধ্যে কত যুদ্ধ, দেশের মানুষের মধ্যা প্রতিযোগিতা সৃষ্টি করে। আর সেই প্রতিযোগিতায়ে যারা বিজয়ী হয় তারাই হয় প্রধানমন্ত্রী, এমপি আরও কত সুন্দর সুন্দর নাম। শুধু সূন্দর নাম থাকলে তো আর চল্বে না।সন্দুর মত কাজ ও করতে হবে । যেমন শাহবাগের আন্দোলন চলছে অনেক দিন ধরে । কিন্তু সরকারের হচ্ছে সামনে নির্বাচন। আর সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁকে চরি করতে হচ্ছে। সরকার বাইরে দেখাচ্ছে অনেক কিছু করতেছে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই চুরিতে মগ্ন। এ জন্যই বললাম সৃষ্টি কর্তার বাইরে ও ভিতরে এক কিন্তু প্রতিটি মানুষ কে সে বানিয়েছে আলাদা করে। কি যে অদ্ভুত মানুষ, অদ্ভুত পৃথিবী আর অদ্ভুত তার সৃষ্টিকর্তা!!!