দীর্ঘ রচনায় যেতে মন চাইতেছেনা, রাগে আমার রক্ত গরম হলে তখন আর হুশ থাকেনা। আর বেহুশাবস্থায় কি করে ফেলি তাও আর মনে থাকেনা। মেজাজ আরো খারাপ হয়ে না যায় তার আগে আসল কথায় গেলাম।
সেই দীর্ঘ কাল হতেই আমি সাকিব খানের সেইরকম ভক্ত।



সে যাইই হোক, আমার সেই স্বপ্নের নায়িকা, স্যরি নায়ককে নিয়ে কেউ অপমান করলে, কেউ তার দিকে চোখ তুলে তাকালে আমার দিলে চোট লাগে



তার রুপ যৌবনে হিংসা হয় হিংসুটেদের। তার প্রমান দেখুন


হিংসুটেদেরতো আর কাজ নেই, হিংসাই করতে পারবে। আমার প্রিয় নায়ক যখন অপু বিশ্বাসকে ডিঙ্গিয়ে যায় (নায়িকা হিসেবে) তখনও হিংসুটেরা হিংসা করে। তার সাথে সঙ্গ দেয় ওই বেকুব চেয়ারম্যান

তার রুপযৌবন সুধা পান করতে না পেরে হিংসুটেরা জ্বলে মনে মনে। আর তারই বহির্প্রকাশ ঘটায় ফেবুতে ক্ষনে ক্ষনে।

আমি সাকিব খানের বিরাট পেন,


সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬