কিছু ইসলামি দল মনে করে
ইমলামি (সরিয়া) আইনই একমাত্র সমাধান।
এটা যদি একমাত্র সমাধান হত তাহলে এই ব্যবস্থা টিকলনা কেন ?
কেন ১০০% মুসলিম দেশেও এটা চালু করা গেল না ?
মক্কার পতনের পর সল্প পরিসরে এটা ভাল চলছিল, কারন কুরাইস অপশাসনের চেয়ে ভাল ছিল।
কিন্তু বৃহৎ পরিসরে এটা ব্যার্থ ও অকার্যকর হয়েছে।
খেলাফতের নামে ভাত্রীঘাতি যুদ্ধের নামে ভাত্রীহত্যার তান্ডব দেখা গেছে বছরের পর বছর। যুদ্ধবাজ সেনানায়ক রা ইসলামের রাজধানী মক্কা থেকে দূরে নিয়ে গেছে
ইসলামের রাজধানি মক্কা থেকে কুফা তারপর বসরা, আলেকজান্ড্রিয়া, তারপর বাগদাদ .. ভাত্রীযুদ্ধে যারা জয়লাভ করেছে তারাই সেখানে রাজধানী বসাইছে। এরপর ধিরে ধিরে বিলুপ্ত হয়ে গেছে।
দুইটা মহাযুদ্ধ পরেও গনতন্ত্র টিকে আছে।
ধর্মনিরপেক্ষ পরিবেশে মানুষ কুরআন আর সুন্নাহ থেকে মোটেও সরে যায়নি, গনতান্ত্রীক পরিবেশে ইসলাম আরো stable হয়েছে।
লন্ডন, প্যারিস বা নিউইয়র্কে এ ধর্ম পালনের স্বাধিনতা করাচি, তেহরান বা কায়রোর চেয়ে অনেক বেশী।