নিজের পড়ানোর টপিক হেল্প এর জন্য ইউটিউবে ঘুরছিলাম জেনেটিক্স এর 'জটিল' টপিক জিন ম্যাপিং এর বিভিন্ন রকম এর এক্সপ্লেনেশন 'শিখার' জন্য...টেক্সট বইতে শুধু একভাবেই এক্সপ্লেইন করা আছে। আর্চ্সয্য (বানান হয় নাই) হয়ে লক্ষ্য করলাম যে ৩০-৪০ টা ভিডিও এই টপিক এর উপর এবং প্রায় সবই ইন্ডিয়া থেকে আপলোড করা....বাংলাতে,
ইংরেজীতে, হিন্দিতে...ইউটিউব জানে যে আমি বাংলাদেশের ভিডিও বেশী দেখী, তাই মনে ময় সব লিংই সাউথ এশিয়া থেকে দেওয়া....কিন্তু তন্ন তন্ন করে খুজে দেখলাম কোন ভিডিও কি ঢাকা, বাংলাদেশ থেকে দেওয়া কিনা....নট এ সিংগল ওয়ান........কিন্তু যখন খাওয়া নিয়ে কোন ভিডিও দেখতে চাই, হাজার হাজার (নট শয়ে শয়ে), বাংলাদেশী ভিডিও তে সয়লাব ইউটিউব...। এখানেই বুঝা যায় প্রায়োরিটি টা কোথায়? শিক্ষায় নাকি উদর পূর্তিতে আর রাজনীতির গুজবে !!!!!!!!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯