আমার 'অবসর' সময় কাটে ইউটিউবে বাংলাদেশ কে দেখে। বিশেষ করে ফ্লাইওভার, প্দ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, নতুন বিমান বন্দর, কর্নফুলি টানেল, পুর্বাচল এক্সপ্রেস ওয়ে ইত্যাদি দেখতে থাকি। সেদিন মেট্রো রেল এর উত্তরা থেকে মতিঝিল এর উদ্ভোবন এর বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছিলাম ইউটিউবার আর টেলিভিশন এর ইউটিউব চ্যানেলে। এক চ্যানেলে দেখলাম যে এক লোক খুব মজা করে কথা বলছে এবং প্রাউডলি বলছিল সে এই প্রজেক্ট এর সাথে কন্সালটেন্ট হিসাবে জড়িত ছিল এবং পৃথিবীর অন্যান্য দেশেও সে কাজ করেছে (ভিডিওটা খুজে পাচ্ছি না)। তবে পাশের একজন লোক ছিল, উনিও অনেক কথা বললেন তবে উনাকে দেখে খুব চমকে উঠলাম। উনার কানের লতির ছবি দেখে অনেক দিন আগে পড়া Frank's Sign এর কথা মনে পড়ে গেল। উনাকে মনে হচ্ছিল একজন ক্লাসিক টেস্কটবুক ভার্সান এক্জাম্পল Frank's sign এর। Frank sign টা কি???
উপর এর ছবিতে দেখুন একজন এর কানের লতির ছবি যেটা আড়াআড়ি ভাবে ভাজ পড়া। আর অনেক স্টাডি করে দেখা গেছে বিশেষ করে যারা হার্ট এটাক/হার্টে ব্লক এর জন্য মারা গিয়েছে, তাদের মাঝের বেশীর ভাগ লোক এর ই কানের লতি তে ভাজ পড়া ছিল। আজকাল এর ফিজিক্যাল এক্সাম এর সময় কানের লতি কে চেক করে হার্টে কোন ব্লক আছে কিনা তার একটা প্রাথমিক ধারনা পাওয়া যায়। লতিতে ভাজ পড়লে সাথে সাথে এনজিওগ্রাম করা মাস্ট। নিচের ছবিতে দেখুন যে লোকের কানের ছবি, তার এনজিওগ্রাম এর ছবি ও দেওয়া আছে। তাতে দেখা যাচ্ছে অনেকগুলি ব্লক (এরো দেওয়া)
এর কারন হিসাবে বলা হয় যে, ব্লকেজ থাকাতে কানের লতির নরম টিস্যু ডেমজ (ফাইব্রোসিস বা myoelastofibrosis) হচ্ছে বয়সের সাথে ঠিক মত রক্ত চলাচল না করার কারনে। আরো অনেক ডাক্তারি কারনও আছে। বিস্তারিত জানতে স্ট্যানফোর্ড ইউনিভর্সিটির এই ওয়েব সাইট দেখতে পারেন। আর বিভিন্ন সাইন্টিফিক পাবলিকেশন যেখানে মারা যাওয়ার পর ময়না তদন্তে করে কিভাবে কানে ভাজ পড়া লোকদের হার্ট/কানের লতির হিস্টোলজিক্যাল স্টাডি গুলি এখানে দেখতে পারেন।
Stanford University Frank's Sign site
Histological basis of Frank's sign
Prognostic value of Frank's Sign
আমার মতে এটা খুব সহজেই নিজে নিজেই চেক করা যায় যে কোন হালকা ভাবে ভাজ আছে কিনা। অল্প বয়স থেকেই এটা চেক করলে যখন নালী একেবারে বন্ধ হয়ে যাবে তখনকার সময় থেকে বাচা যাবে। এই ভাজ এর বিভিন্ন গ্রেডেশন আছে। হালকা ভাজ থেকে একেবারে গভীর ভাজ।
বিখ্যাত লোকদের মাঝে জর্জ বুশ এর প্রমিনেন্ট ভাজ আছে তবে প্রেসিডেন্ট বলে কথা..যে ডাক্তারী সাপোর্ট পায়, এমন ভাজে কিছুই আসে যায় না
আসসোস হচ্ছে যে ইউটিউব এ দেখা লোকটার জন্য। যদি চিনতে পারতাম, উনাকে এনজিওগ্রাম করাতে বলতে পারতাম, স্টেন্ট বসালে উনার বিপদ অনেকটাই কেটে যেত। আমি শিউর উনি ব্লকেজ এর ডেন্জারাস পর্যায়ে আছেন।
খুবই সহজ পদ্ধতি... কানের লতির ছবি দিয়ে কমেন্ট করুন
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৯