আমেরিকাতে আসার পর, টিভিতে বিজ্ঞাপন এর বৈচত্র্য দেখে খুবই অবাক হয়েছিলাম। রাজনৈতিক দলের পলিটিক্যাল বিজ্ঞাপন, নির্বাচন এর এক প্রার্থী তার প্রতিপক্ষ প্রার্থী এর চরিত্র থেকে আরম্ভ করে অপরপক্ষ এর কোন খারাপ কাজ কে বিজ্ঞাপন হিসাবে টিভিতে প্রচার করে- নিজেকে ভাল ও যোগ্য দেখানোর জন্য!!!! এক কোম্পানী সরাসরি আরেক কোম্পানীর প্রডাক্ট কে (ছবি সহ) নিম্ন মান বলে তুলনা করে, তাদের পন্য কিনতে বলে বিজ্ঞাপন দেয়!!!!!! তবে তার চেয়েও বেশী অবাক হয়েছিলাম প্রেসক্রিপশন ঔষুধ এর বিজ্ঞাপন টিভিতে দেখে....নানাবিধ ঔষুধ, সাপ্লিমেন্ট এর বিজ্ঞাপনে টিভি সয়লাব...তার মাঝে এক বিজ্ঞাপন হল ফাইবার সাপ্লিমেন্ট- মেটামিউসিল
এর বিজ্ঞাপন প্রায় ঘন্টা ঘন্টায় দেখানো হয় ....এত এত প্রশংসা এর স্বাস্হকর ইফেক্ট, অনলাইনে বিপুল প্রচারনা, এবং নিজের সুগার এর সচেতনতা থেকেই চিন্তা করলাম যে একবার পরখ করে দেখি....ফাইবার শরীর এর জন্য ভাল এটা সবাই জানে, তাই সাপ্লিমেন্ট হিসাবে ফাইবার নিলে শরীরে সুগার সার্জ/স্পাইক ও কম হবে, এটা ভেবেই দোকান থেকে যাতে অনেক দিন যায়, বড় দেখে এক কৌটা মেটামিউসিল কিনে আনলাম প্রায় ৩০ ডলার খরচ করে। গিন্নী আর নিজে দুগ্লাস পানিতে গুলিয়ে খাওয়ার প্রস্হতি নিচ্ছি....ওমা দেখি যে জমে জেলির মত মনে হচ্ছে....চেনা চেনা লাগছে.....কৌটার লেবেল এ ইংগ্রিডিয়েন্ট গুলি পড়তে গিয়ে 'আবিস্কার' করলাম যে এই 'মাল' বাংলা গ্রোসারীতে ২ ডলারে পাউন্ড বিক্রি হওয়া ইসুব গুলের ভুসি........হায়রে ইসুব গুলের ভুসি........আমেরিকায় এসে তুমি মেটামিউসিল হয়েছ!!!!! যেমন বানানা গার্ডেন হয়েছে মাইকেল মধুসুদন দত্ত!!!!!!!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৪