ব্লগার গিয়াস উদ্দিন ভাই এর ১২ বছর পূর্তি এর পোস্ট দেখে মনে হল একটা সার্ভে করলে কেমন হয়....ব্লগার রা নানা রকম পোস্ট দিয়ে থাকেন- ১ লাইন এর (ঘোড়ার ডিম এর পোস্ট) থেকে দারুন শিল্পউর্ত্তনীয় পোস্ট যা পড়ার পর রেশ লেগে থাকে অনেক দিন। আপনাকে যদি বলা হয় যে আপনার প্রকাশিত পোস্ট গুলি থেকে কোন পোস্ট কে আপনি মনে করেন সবচেয়ে ভাল পোস্ট হয়েছে (আপনার কাছে), তাহলে কোন পোস্ট কে বেছে নিবেন? যদিও এটা খুবই কঠিন একটা কাজ....নিজের ভাই/বোন এর মাঝে সবচেয়ে প্রিয় ভাই/বোন যেমন নাই (সবাই প্রিয়), তেমনি নিজের লিখার মাঝে 'শ্রেস্ঠ' লিখা খুজে নেওয়াও খুবই কস্ঠকর...তবুও চেস্টা করে দেখা যাক। আমি নিজেকে দিয়েই শুরু করতে চাই (আমার ঘোড়ার ডিম, গরু, ছাগল, গাধা মার্কা লিখা থেকে) কিন্তু তার আগে আরো জানতে চাই, অন্যদের পোস্ট থেকে আপনার চোখে কোন পোস্ট এখন পর্যন্ত্য আপনার চোখে 'সেরা'?
আমার পোস্টগুলি থেকে নীচের পোস্টটা অনেক deep meaning carry করে বিধায় আমার খুব পছন্দের পোস্ট এটা।
গনেশ মূর্তি-এক্সপেরিমেন্ট আর অন্ধ বিশ্বাস (Link in comments)
অন্য ব্লগার এর দের পোস্টের মাঝে আমার কাছে এখনও আরিফ জেবতিক এর 2007 পোস্ট টা কে 'শ্রেস্ঠ' বলে মনে হয়
সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. (Link in comments)
পোস্ট টাকে সাময়িক রেখেছি (যদি বেশী পার্টসিপেশন না হয়, তাহলে মুছে দিব
আমার চোখে সবচেয়ে 'বাজে' পোস্ট হল এখানে
Worst Post