সবাই ছবি প্রতিযোগিতায় সুন্দর সুন্দর ছবি আপলোড করছে...দেখে মুগ্ধ...আমি একটু ভিন্ন চেস্টা করলাম...জানিনা নিয়ম এর মাঝে পড়ে কিনা? ডিভাইস এর কথা লিখা ছিল--- যেকোন ডিভাইস, তাই আমি বেছে নিয়েছি ল্যাবে কাজ করার ফাকে কোষের সুন্দর দৃশ্যগুলি যেগুলি কে বিভিন্ন রকম এর মাইক্রোস্কপ ভিউ ফাইন্ডারে ধরা হয়েছে। চিন্তা করি নাই যে ছবি ব্লগ দিব কিন্তু তিন দিন আগে প্রথম ছবিটা (করোনালাভ) ল্যাবের মাইক্রোস্কপে দেখার পর মনে হল যে এটাকে ভিন্ন ধর্মী 'ছবি' হিসাবে সামুতে দেওয়া যায়।
১। করোনা লাভ
ছবি তে দেখা যাচ্ছে করোনা ভাইরাস (যার সাথে গ্লো করার প্রোটিন লাগানো আছে)। এটা বিড়াল এর করোনা ভাইরাস। ভাইরাস কে যখন বিড়াল থেকে নেওয়া কোষ এর কালচার মাঝে দেওয়া হল ১২ ঘন্টার মাঝে বিড়াল এর কোষ কে চার দিক 'এটাক' করে কোষে প্রবেশ করছে। এই প্রসেস এর দ্বারা এক কোষ থে কে আরেক কোষে ইনফেকশান করে সে 'প্লাক (Plaque)' তৈরী করে.. প্লাক এর এই শেইপ টা দেখে মনে হচ্ছে ছবির নাম 'করোনা লাভ' হওয়াই উচিত।
২। করোনা লাভ-২
এই ছবিটা ১ং ছবিই কিন্তু এখানে বিড়াল এর কোষের কালচার এর সাথে করোনা ভাইরাস একসাথে দেখা যাচ্ছে। ১ং ছবিটা ফ্লোরেসেন্স মাইক্রোস্কপে তোলা। ২ নং টা জাস্ট ব্রাইট ফিল্ড ছবি।
৩। Icicle
এই ছবিতে দেখা যাচ্ছে কোষের এর মুভমেন্ট ট্রেক এগারোজ জেল এর উপর....অবশ্য অন্যভাবে এনহেন্স করা হয়েছে ট্রেক হাইলাইট করার জন্য। মনে হচ্ছে বরফের Icicle।
৪। লুক আই হ্যাভ লেগস
এটা ব্রেস্ট ক্যানসার সেল। যখন ক্যান্সার সেল মুভ করে তখন তারা ছোট ছোট 'পা' ( Filopodia )বের করে কোষের শরীর থেকে। এই 'পা' কিভাবে ডেভেলপ হয় তা দেখার জন্য আমরা গ্রিন কালার প্রোটিন দিয়ে ট্যাগ করে স্টাডি করি।
৫। On the Move
4 নং ছবির মতই একটি ব্রেস্ট ক্যান্সার কোষ। এটিও মুভ করার জন্য এরকম লম্বা 'পাখার মত পা' ডেভেলপ করে। আমরা যে প্রোটিন টা স্টাডি করি সেটা কে দেখা যাচ্ছে 'পায়ের' অগ্রভাগের অংশে কাজ করে (ঐ প্রোটিন এর সাথে গ্লো প্রোটিন লাগানো আছে, মাইক্রোস্কপে দেখার জন্য)
৬। ফনা
পাতা তো নয়, মনে হয় সাপের ফনা।
৭। দলাদলি
ক্যান্সার কোষ একা একা কাজ করে না দলবদ্ধ ভাবে 'হাতে হাত' নাকি 'পায়ে এর সাথে পা' লাগিয়ে সলাপরামর্শ করছে..।
৮। কন্ট্রোল রুম
কোষের
মানুষের কন্ট্রোল রুম যদি হয় ব্রেইন,কোষের কন্ট্রোল রুম হল তার নিউক্লিয়াস যেখানে তার ডিএনএ থাকে। ছবিতে ভাইরাস এই আক্রান্ত কিছু কোষের নিউক্লিয়াস কে দেখা যাচ্ছে। নিউক্লিয়াস এর মাঝে ডিএনএ থাকে আর তার সাথে বাইন্ড করে এমন টা ব্লু ডাই দেওয়া হয়েছে যাতে নিউক্লিয়াস কে বুঝা যায়।
৯। সলাপরামর্শ
এখানে কিছু ক্যান্সার কোষকে দল বেধে নিজেদের মাঝে কমিনিকেইট করতে দেখা যাচ্ছে। কোষের নিউক্লিয়াস কে ব্লু দেখা যাচ্ছে
১০। আলপনা
কম্পিউটার প্রেডিক্ট করছে যে আমাদেরল্যাবের যে আরএনএ নিয়ে আমরা কাজ করি, তাকে কোষের মাঝে এমন বিন্যাসে দেখা যাবে
১১। গাছের কান্না
মন্তব্য নিস্প্রয়োজন
১২। আবার আসিব ফিরে
আমার প্রিয় গাছ...বসন্ত কালে কোন পাতা দেখা যায় না শুধু পিং চেরী ফুলে ভরে উঠে..তাই এই অবস্হা বড়ই সাময়িক..
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:৪০