ডেংগু আর জিকা রোগ দুর করার জন্য, এই সপ্তাহে আমেরিকান পরিবেশ এজেন্সী (ইপিএ) ব্রিটিশ কোম্পানীর আবিস্কৃত ও ল্যাবে জেনেটিক ভাবে মডিফাই করে তৈরী মশাকে ফ্লোরিডাতে উন্মুক্ত করে দিতে সন্মতি দিয়েছে। যদিও পরিবেশবাদীরা প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু সরকারী অনুমতি পাওয়ার পর আর কোন বাধাই রইল না ল্যাবে তৈরী মশাকে পরিবেশে উন্মুক্ত করা।
ব্রিটিশ কোম্পানী এমনভাবে মশাকে বানিয়েছে যে শুধু পুরুষ এডিস মশাকে ছাড়া হবে আর তাদের কাজ হবে ফিমেল এডিস মশার সাথে মিলন করা। আর এই মিলনের ফলে যে অনেক মশার প্রজনন হবে, তার মাঝে মেয়ে মশাগুলি, ল্যাবে তৈরী মশা থেকে একটা বিধ্বংসী প্রোটিন পাবে যেটা শুধু মেয়েদের মাঝে ই বিধ্বংসী, তাই ছেলে মশাগুলি বেচে যাবে কিন্তু মেয়ে মশাগুলি মারা যাবে। বেচে যাওয়া ছেলে মশাগুলি আবার মিলন করে আরো অনেক মেয়ে মশাকে মেরে ফেলবে প্রায় ১০ জেনারেশন ধরে।
আর আমরা সবাই জানি যে মেয়ে এডিস মশারা ই মানুষের মাঝে ডেংগু, জিকা, চিকুনগুনিয়া রোগের বিস্তার করে। এই কোম্পানীর মতে প্রায় ১০ জেনারেশনে, একটা এলাকার ৯০% মেয়ে এডিস মশা কে মারা যাবে এই ল্যাবে তৈরী মশা দিয়ে...আর এই ১০ জেনারেশন পরে অবশ্য ছেলে মশাগুলি ও নাই হয়ে যাবে। তখন আবার ছাড়া হবে ছেলে মশা গুলিকে।
গত পাচ ছয় বছর ধরে এর কার্যকারিতা পরীক্ষা হয়েছে ব্রাজিল, ল্যাটিন আমেরিকার কিছু দেশে, ব্রিটেন এর কিছু দ্বীপে, ভারত (ল্যাবে), আর এখন ফ্লোরিডাতে হবে আগামি বছর হবে টেক্সাসে।
১০ বছর পরীক্ষা করে কোন সাইড ইফেক্ট নাই কিন্তু কার্যকারীতা আছে প্রমান করার পরই আমেরিকার রেগুলেটরি অথোরিটি এর ব্যবহার করার অনুমোদন দিল....
আমেরিকা ও মেনে নিয়েছে যে ফগিং করে, ইনসেক্টিসাইড ইউজ করে, বাড়ি বাড়ি এডিস মশার প্রজনন স্হান নস্ট করেও কোন লাভ হচ্ছে না...তাই এখন এই পদ্ধতি এর দিকে ঝুকছে
বাংলাদেশ এর রোগত্বত্ত বিভাগ কেও চিন্তা করতে হবে এটার কি বাংলাদেশে প্রয়োগ করা যাবে কিনা তা নিয়ে পরীক্ষা করা (এট লিস্ট ছোট আকারে কন্ট্রোলোড পরিবেশে)।
কোম্পানী অনেক ইজি করে দিয়েছে....তারা শুধু মশার ডিম পাঠিয়ে দেয়, আর যে এলাকা তে ছাড়া হবে সেখানে ডিমের মাঝে সামান্য পানি ছড়িয়ে দিলেই ডিম ফুটে শুধু ছেলে মশা বের হয়ে আসে একদিনের মাঝেই।
কুইজ ব্লগের 'বিজ্ঞানী' দের জন্য: কোন ট্যাকনিক্যাল কারনে শুধু মেয়ে মশা মারা যায় (একই প্রোটিন সব মশা- (ছেলে এবং মেয়ে) বাবা মশা থেকে পায়,তবুও শুধু এই প্রোটিন মেয়ে মশাতে বিধ্বংসী কিন্তু ছেলে মশাতে না). I had to research for at least 4 hours to get the answer. No website (even the Company website) explains this riddle.... They just say that only females will be dead but males won't. Can use this as a case study in my genetics course this semester....
More Info here
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫