প্রথম ডেংগু ভাইরাস দ্বারা আক্রান্ত ১০,০০০ লোকের মাঝে মাত্র ১ জনের রোগের মাত্রা এত চরমে উঠে যে যেটা নিরাময় যোগ্য নয়। কিন্তু দ্বিতীয় বার যদি ডেংগুএর দ্বারা আক্রান্ত হয়, তাহলে ১০০ মাঝে ১ জনের মৃত্য ঝুকিতে পড়ে...।এটা বায়োলজির সকল জ্ঞান এর বিপক্ষে..কেননা আপনি একবার আক্রান্ত হলে আপনার শরীর যে এন্টিবডি তৈরী হবে সেটা আপনাকে সারা জীবন সেই ভাইরাস প্রতিরোধ করার শক্তি দিবে যেমন ভ্যাকসিন আপানকে প্রটেক্ট করে। এখন পর্যন্ত্য ডেংগুই একমাত্র ভাইরাস যেটা দ্বিতীয় বার আক্রান্তদের, প্রথমবারের চেয়েও বেশী (হিমোরিজিক ফিভার) এফেক্ট করে থাকে। এটা কে বিজ্ঞান এর ভাষায় বলে Antibody-dependent enhancement। জানার ইচ্ছা হল..আজ পর্যন্ত্য যত জন মারা গিয়েছেন, তারা কি জীবনে কখনও আগে ডেংগুতে আক্রান্ত হয়েছিলেন কিনা? যদিও অনেক সময় আক্রান্ত হলেও সামান্য জ্বর হয়ে তা আবার ভাল হয়ে যায়। তবে তাদের রক্ত পরীক্ষা করলে ডেংগু এন্টিবডি পাওয়া যাবে।
"The phenomenon of ADE may be observed when a person who has previously been infected with one serotype of DENV (ডেংগু) becomes infected many months or years later with a different serotype. In such cases, the clinical course of the disease is more severe, and these people have higher viremia compared with those in whom ADE has not occurred. This explains the observation that while primary (first) infections cause mostly minor disease (DF) in children, secondary infection (re-infection at a later date) is more likely to be associated with severe disease (DHF and/or DSS) in both children and adults."
নিচের ছবিতে (ADE) দেখুন..। সেইম প্রজাতির ডেংগু ভাইরাস যদি দ্বিতীয় বার আক্রমন করে, আগের তৈরী এন্টিবডি আপনার শরীর কে প্রটেক্ট করবে কিন্তু অন্য 'প্রজাতির' (serotype) ডেংগু ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কোষ প্রতিরোধ না করে বরন্চ ডেংগু ভাইরাসকে প্রজননের (রেপ্লিকেশন) মাধ্যমে তার বংশ বৃদ্ধিতে সাহায্য করে (যেটা বায়োলজিক্যাল সিস্টেমে দেখা যায় না বললেই চলে)
Dengvaxia ভ্যাকসিন ৪টা ডেংগু ভাইরাস 'প্রজাতি' (serotype) কে প্রটেক্ট করার জন্য ডেভেলপ করা হয়েছে...কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাদের কখনও ডেংগু হয় নাই, তাদের কে এই ভ্যাকসিন দেওয়ার পর Antibody-dependent enhancement এর মত সিভিয়ার ডেংগুতে আক্রান্ত হওয়ার মত ঘটনা দেখা যাচ্ছে। তাই এই ভ্যাকসিন এখন শুধু মাত্র যাদের একবার ডেংগু হয়েছে তাদের জন্য উপযোগী বলে বলা হচ্ছে।
রাজীব নুর সাহেব এর দৃস্টি আকর্ষন করছি।
কিন্তু আশার কথা হল যে Dengvaxia এর চেয়ে বেশি কার্যকরী ভ্যাকসিন TV003/ TV005 তৈরী করা হয়েছে..।
TV003 Dengue vaccine
Takeda pharmaceuticals has developed TDV and GSK has developed PIDV vaccine against Dengue
"জানালা দিয়ে শুধু স্যাটেলাইট দেখি না....ল্যাবে বুয়াদের পারফেক্ট গ্রি টি বানানো শিখানো ও শেষ পর্যায়ে নিয়ে এসেছি"
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫০