বাবা শুনছো?
ছোট একটা চাকুরী হয়েছে আমার,
নাম ঠিকানা? সে সব আজ থাক
খাটুনী একটু বেশি তবে মাস গেলে মাইনে পাব ঠিকই।
ছোট একটা বাসাও নিয়েছি বাবা!
থাকব মাকে নিয়ে,
আর ভাল লাগে না স্যাঁতস্যাঁতে হোটেলে
দুটো রুটি, একটুখানি ডাল।
ছোট রুমটা চলে গেছে বুবুর দখলে
আমরা নাহয় থাকব মায়ের সাথেই,
গাদাগাদি হবে বলছো?
সে কি! তবুও তো থাকা হবে একসাথে।
কেমন যাচ্ছে দিনকাল?
এই তো বেশ আছি,
মায়ের শক্ত বাঁধনে
আঁকড়ে আছি মা কে ধরেই।
বাবা শুনছো?
তোমার রেখে যাওয়া ছোট্ট সে আকাশ
শকুনের আঁচড়ে শত ছিন্ন আজ
একটু অবসর হবে কি তোমার? ফিরে চাইবার?
কথা নাহয় নাইবা বললে
সুযোগ হবে কি একটু দেখবার?
তোমার আঙ্গুল আঁকড়ে যে পথের সূচনা
খানিক গিয়ে কোথায় হারিয়ে গেল তা!
বাবা!
চেনা পথ যে অচেনাই রয়ে গেল?
বাবা শুনছো!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭