(১)
কাল এক বছর হবে আমাদের প্রথম পরিচয়ের। মনের মধ্যে আশা ছিল তোমাকে পেয়ে যাবো বছর পুরো হওয়ার আগে কিন্তু হলনা। জানতে খুব ইচ্ছে হয় কেমন আছো তুমি? তুমি কি জান তোমাকে আমি কত খুজেছি?
ঘুম থেকে উঠে কাজে যাচ্ছি কাজ শেষে তোমাকে খুঁজতে বের হয়েছি
রাতে বাসায় ফিরে লাপটপ নিয়ে বসি। এই আশা নিয়ে কোন ওয়েবসাইটের মধ্যে তুমি আছো কি না? খুঁজতে খুঁজতে কখন যে ঘুমিয়ে পরি জানিনা। প্রতিদিন এই ভাবে দিন শুরু হয় আর শেষ হয়। আমার
একবার শুদু জানতে ইচ্ছে হয় কেমন আছো তুমি?
আচ্ছা বলো তুমি কেন আমার সাথে দেখা না করে চলে গেলে? কেন তুমি চিঠি লিখে বিদায় নিলে?
আজ তোমার এই চিঠির কারনে খুব জানতে ইচ্ছে হয় কেমন আছো তুমি? কোথায় আছো তুমি? কোন অবস্তার মধ্যে আছো তুমি?
জান আমি তোমার উপর রাগ করেছি..তুমি কেন তোমার মনের কথা আমাকে চিঠি লিখে বলে গেলে? কেন এত দিন অভিনয় করলে? বললে না কেন?
আমিও কেমন বোকা দেখ এক বারও তোমার অভিনয় বুঝতে পারিনি।
মনে কষ্ট লাগছে নিজের উপর। রাগ হচ্ছে এত কাছে থেকেও তোমার কষ্ট বুঝতে পারিনি। কখনও নিজেকে মাফ করতে পারবো না যতদিন জানতে পারবো না তুমি কেমন আছো?
(২)
(চিঠি)
রিপন,,,
জানি তুমি জরুরি কাজে দু'দিনের জন্য বাইরে গেয়েছো। তারপরও
তোমাকে কল দিয়েছি অনেক বার মোবাইল অফ ছিল। তোমাকে আজ আমি অনেক কিছু বলতে চাই অনেক.... কিছু। রিপন তুমি সব সময় বলতে যে আমি নাকি খুব লাকী মেয়ে। কারন আমার মা আছে তোমার মা নেই। তুমি বলতে আমার মা আমাকে খুব ভালোবাসে। তুমি বলতে প্রথম সন্তানদের প্রতি ভালোবাসা একটু বেশি থাকে। রিপন তুমি আরো কত কি বলতে আমাকে আর মাকে নিয়ে।
তোমার কি মনে আছে একদিন তুমি ঠাট্টা করে বলেছিলে আমার বাবার আসল মেয়ে আমি না। কারন বাবা সব সময় আমার দিকে ঘিন্নার চোখে তাকায়। রাগ করে কথা বলে।
তুমি ভুল বুঝেছিলে আমার বাবার মেয়েই আমি। এমন কি বড় মেয়ে।
হুম....মম আমার মা। তবে সে আমার সৎ মা।
তোমার মতো আমারও মা নেই। আমার বয়স যখন ১১ বছর ছিল তখন আমার মা ছোট ভাইকে(৬)ইস্কুল থেকে নিয়ে আসার সময় গাড়ী এক্সিডেন্টে মা আর ভাই মারা যান।
বছর যেতে না যেতে সবাই আমার বাবাকে বিয়ে করতে চাপ দেন। বাবা এককথায় না বিয়ে করবেনা! আমার মেয়েকে নিয়ে আমার যে করে হোক দিন চলে যাবে। তখন আমিও বাবাকে বলতে লাগলাম বাবা আমি মা চাই!! সবার মা আছে আমার মা নেই!! সবার চাপাচাপিতে আমার কষ্ট দেখে বাবা রাজি হয়ে গেলেন বিয়ে করতে।
মম আমার প্রতি মোটামোটি ভালোবাসা ছিল কিন্তু যখন আমার একটা বোন হল তখন থেকে শুরু হয়ে গেল বাবার সাথে ঝগড়া। বাবা নাকি আমাকে বেশি ভালোবাসে। একদিন রাগ করে মম চলে যায় ওর বাপের বাড়ি। আবার কি মনে করে দু'দিন পর চলে আসে। তখন থেকে কি যে ভালোবাসা আমার প্রতি। প্রথম দিক দিয়ে আমি বুঝতে পারিনি যে এটা অভিনয় ছিল বাবার সামনে। বাবার আড়ালে আমার সাথে ব্যবহার করেন সিনড্রেলার মত ধরে নাও। ইস্কুল থেকে প্রায় সময় নালিশ আসতো বাবার কাছে আমি নাকি লেখাপড়া মন দিয়ে করিনা। আমার মন অন্যমনস্ক থাকে। তখন বাবা আমাকে বকতেন কেন আমি এমন করি। আমার কি এমন সমস্যা। তখন মম বাবাকে বলতো ও নাকি সারা দিন আমাকে বই খাতা নিয়ে বসিয়ে রাখে তারপরও আমি লিখা পড়ার মধ্যে খারাপ।
এমন ভাবে এক এক করে বাবার কাছে আমি একটা খারাপ মেয়ে হয়ে যাই। বাবার চোখে আমাকে খারাপ মেয়ে বানিয়ে দিল।
একদিন মম ছিল না বাসায়। শুধু আমি আর বাবা। তখন ভাবলাম বাবাকে সব বলে দেই। যেমন ভাবনা তেমন কাজ। সব বলে দিলাম। বাবা শুনে খুব রাগ করে বললেন...একটা মেয়ে মায়ের সম্পর্কে এমন করে বলে কি করে? জান ও তোমাকে কত আদর করে কত ভালোবাসে। তোমার মা ঠিকই বলেছে তুলির জন্মের পর থেকে তুমি হিংসা শুরু করে দিয়েছো। প্রথম বিশ্বাস হয়নি এখন তোমার এই সব কথা শুনে বিশ্বাস হচ্ছে।
রিপন জান আমার বাবা এমন ছিলনা। যে বাবা রাত জেগে আমার জন্মদিনের উইস করার জন্য রুমের দরজার পাশে দাড়িয়ে থাকতো কখন বারটা বাজবে আর সবার আগে উইস করবে। সেই বাবা আজ আমার জন্মদিন ভুলে যায়। যে বাবা আমার মন খারাপ দেখলে মা এবং ঘরের সবার সাথে রাগারাগি শুরু করে দিতেন। আজ আমি দিনের পর দিন রাতের পর রাত চোখের জল নিয়ে আছি। বাবা একবারও বলছে না তোবা কেমন আছো তুমি? আমার জর হলে বাবা সারা রাত জেগে থাকতো আর মার কাছে যানতে চাইতো আমার মেয়ের জ্বর হল কি করে? তুমি আমার মেয়ের দিকে ঠিক মতো খেয়াল রাখতে পারনা?
বাবার রাতে ঘুম নেই। খাওয়া নেই। আমার জ্বর না সারা আগ পর্যন্ত
কিন্তু এখন একটা দিন আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বলেনা জ্বর কি কমেছে মা? জান আমার বাবা এমন ছিলনা।
রিপন তোমাকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। মনে আছে কয়েক দিন আগে তুমি বলেছিলে তুবা এটা কি তোমাদের নতুন ড্রাইবার?
আমি বলেছিলাম দুর... না এটা মাহফুজ ভাই মমের ভাইয়ের ছেলে। সেই মাহফুজ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার থেকে ১৬ বছরের বড়। জান মাহফুজ ভাইয়ের বউ আছে একটা মেয়ে(২বছর) আছে
মম বলেছে চিন্তার কোন কারন নাই মাহফুজ ভাই নাকি বউকে ছেরে দিয়েছে। বউটা ভালো ছিলনা নাকি? মম কি বলে যে বাবাকে রাজি করিয়েছে জানিনা। বাবাও এই বিয়েতে রাজি।
তোমার আমার চলাফেরা মমর পছন্দ ছিলনা। আমি অনেক বার বলেছি তুমি আর আমি just best friend আর কিছুনা
মম আমাকে বিশ্বাস করলনা তাই আজ আমরা এই টাউন ছেরে চলে যাচ্ছি।
অন্য কোথাও। কোথায় যাচ্ছি জানিনা। মমকে জিজ্ঞাসা করলাম মম কিছু বলেনি।
রিপন, আমি জানিনা আমার জীবনে কি আছে? সিন্ড্রেলার কাহিনির মধ্যে হ্যাপি এন্ডিং আছে আমার জীবন কোথায় এন্ড হবে জানিনা। তোমার সাথে আমার কয়েক মাসের পরিচয় থেকে বন্ধুত্ব কিন্তু তুমি আমার সবচেয়ে ভালো এবং প্রিয় বন্ধু। এই পৃথিবীতে যদি বেচে থাকি তাহলে আবার দেখা হবে তোমার সাথে।
ভালো থাকো সব সময়।
..... তোবা .........
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬