আমার বুবুমনি আমার মায়ের মতোন। আমার বুবুমনির সারাদিন এক চিন্তা ছোট বড় ভাই-বোনেরা কেমন আছে? ভাই-বোনরা সবাই নিজ নিজ সংসার নিয়ে সুখী আছে তার পরও...বুবুমনির চিন্তার শেষ নাই।
সব সময় আমাদের ছোট বড় সব কিছু নিয়ে চিন্তা। আমাদের কিছু হলে এটা নিয়ে বুকে ব্যথা। আমাদের খুশিতে বুবুমনির আনন্দের সীমা নাই। আমি যখন প্রথম রান্না শিখি বুবুমনি সবাইকে বলে বেড়াইছিল...আমি রান্না জানি। মনে হয়েছিল যেন ৫-৬ বছরের মেয়ে রান্না শিখেছে। ছোট বড় ভাই-বোনরা সবার রাগ-অভিমান সব কিছু বুবুমনির সাথে। আমাদের একটু মন খারাপ হলে কল দেই বুবুমনিকে। বুবুমনি কি সুন্দর হাসি হাসি কথা বলে আমাদেরকে বুঝায়। ভাই-বোনদের প্রতি বুবুমনির এত ভালবাসা। তাদেরকে নিয়ে কত রকমের স্বপ্ন দেখা সব সময় ভাই-বোনদের এটা ওটা চাওয়া গুলো পুরন করা। এখনো আমাদেরকে ভালো-মন্দ বুঝায়। সবাই বলি বুবুমনি আমরা এখন আর ছোট না। বুবুমনি রাগ করে বলে বড় হয়েছো কিন্তু বুঝতো বড় হয়না।
আমার বিয়ের পর প্রথম যখন বুবুমনি আমার শুশুর বাড়ী আমাকে দেখতে আসে তখন বুবুমনি আমার গলায় জরিয়ে ধরে কি কান্না। মনে মনে আমি অবাক কি হল...? বুবুমনি কাদঁছে কেন..? মা বাবা ভালতো...? কোন খারাপ কিছু হয়নি তো...? বুবুমনি এমন করে কাদঁছে কেন...? অনেক কেন নিয়ে প্রশ্ন আসছে মনে কিন্তু বুবুমনিকে ও জিজ্ঞাস করতে পারছিনা...দূর বুবুমনি কি ভাববে। কোনদিন জিজ্ঞাসও করিনি কেন কেদেঁছিলে ? তবে আমি জেনে গেছি আমার ছোট বোনের যখন বিয়ে হল। ছোট ভাই-বোনদের বিয়ে দেওয়া কি যে কষ্ট বিয়ের আলাপ শুরু হবার পর থেকেই ওদেরকে নিয়ে চিন্তা মনে হয় ওরা বাচ্ছা ওরা কি বুঝবে।
আমার বুবুমনির ভালোবাসা। আমার ভাই-বোনদের ভালোবাসা ......ওদের ভালোবাসার কথা আমি লিখে শেষ করতে পারবনা। আমার ভাই-বোনরা আমার প্রিয় বন্ধু।
যখন যা ইচ্ছে বলতে পারি
যখন যা ইচ্ছে চাইতে পারি
যখন যতো ইচ্ছে রাগতে পারি
যখন যতো ইচ্ছে হাসতে পারি
আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১৬