হঠাৎ খবর পেলাম আমরা নাকি বাংলাদেশ যাচ্ছি কি যে অবাক লাগছে। তার চেয়ে বড় অবাক হল আজই যাচ্ছি রাতের ফ্লাইটে।
দেশে যাব খুশি লাগছে আবার রাগও লাগছে কারন কেনাকাটা কিচ্ছু করিনি। এত কম সময়ের মধ্যে কি করি কি না
কত রকমের পরিকল্পনা করেছিলাম দেশে যাবার সময় এটা ওটা কেনাকাটা করবো। কিন্তু এখন দেখছি কিচ্ছু হবেনা
রাগটাকে থামিয়ে নিজে নিজে নিজের মনকে বুঝাছি........
কেনাকাটা করিনি তো কি হয়েছে? দেশে গিয়ে করে নেবো। বড় কথা হল বাংলাদেশ যাচ্ছি
খবর পেয়ে আত্মীয়স্বজন সবাই এসেছেন বিদায় দিতে। আমরা সবাই মিলে সব কিছু ঘুছাচ্ছি। তারাহুরো করে গুছানো শেষ হল।
মেয়েটা একটু পর পর এসে বলছে...
Mom, can i take my Fairy Ballerina doll with me? And my school bag too?
Mom, can i take this..?
Mom, can i take that..?
আচ্ছা মা আচ্ছা তোমার যা ইচ্ছে তুমি নিতে পার।
এয়ার্পোট যাবার জন্য গাড়ি চলে এসেছে। গাড়ি চলার সাথে সাথেই সবাই গল্প শুরু করে দিয়েছেন আর আমি ভাবছি...আসলেই কি যাচ্ছি?
হ্যাঁ যাচ্ছিই তো! কি যে খুশি লাগছে। মা-বাবাকে দেখবো অনেক দিন পর। মা কি জানেন আমি আসছি? হুম এতক্ষনে মনে হয় খবরটা পেয়ে গেছেন
ইস..মা কি করছেন দেখতে ইচ্ছে হয়। আমার মতোও কি মা তারাহুরো করে সব কিছু করছেন। দেশে যাবার পর দেখা যাবে মা মন খারাপ করে বলছেন.......কিচ্ছু রান্না করতে পারিনি মা। না পারলাম তোর প্রিয় খাবারগুলো রান্না করতে। অথচ দেখা যাবে টেবিলে সব খাবারই আমার প্রিয়। মা আমার এমনই কথাগুলো ভাবতে ভাবতে এয়ার্পোট পৌঁছে গেছি
লাগেজ চেক করা সব শেষ। অপেক্ষা করছেন সবাই সময় হয়নি এখনও। আমি একটা চিয়ারের মধ্যে চোখ বুজে বসে অপেক্ষা করছি। হালকা ঘুম আসল চোখে। কানে ভাসছে কে যেন ডাকছে...
এই উঠো তারাতারি। দেরি হয়ে যাচ্ছে। আমি চোখ মেলে তাকালাম। একি...আমি আমার বিছানায় কেন? তাহলে এতক্ষন কি স্বপ্ন দেখেছি? না ..না ..তা হতে পারেনা চোখের পানি ভেসে যাচ্ছে সাথে সাথে চোখ মুছে নিলাম। চোখ বন্ধ করে ভাবছি...........কোনটা স্বপ্ন?
এয়ার্পোটের চিয়ারে বসে বসে ঘুমিয়ে আমি কি স্বপ্ন দেখছি?
নাকি আমার বিছানায় ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি?
.
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০