সবার সব কিছু কেনাকাটা শেষ। বিয়ের তিন দিন আগে দেবরের বিয়ের পোশাক আসল। সবাই বলছেন দেবরকে পোশাকটা পরিয়ে দেখানোর জন্য ঠিক আছে কিনা।
কাল মেহেদী। তাই আমি কি যেন একটা নিয়ে ব্যস্ত ছিলাম। তখন আমাকে ডাক দিলেন আমার শাশুড়ী দেবর নাকি বিয়ের পোশাক পরেছে এসে দেখতে। আমার এমন লাগছে কেন? চোখের পানি আটকাতে পারছি না কেন? অনেক চেষ্টা করেছি চোখের পানি
আড়াল করতে কিন্তু পারিনি,,,
দেবরটা বলছে; ভাবী কাদছো কেন? কি হয়েছে?
আমি বললাম; দুর... কাদবো কেন? এমনি এমনি চোখে পানি চলে আসছে।
আমার বিয়ের পর থেকে ওকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছি। আর দুদিন পর ওর বিয়ে..এখনও তো ওকে ছোট মনে হয়। বড় হয়েছে নাকি?
হুমম...তাই তো সে বড় হয়ে গেছে দেখছি ......অনেক বড়।
এই তো সেদিন বিয়ে হল দেখতে দেখতে ওদের বিয়ের এক বছর পেরিয়ে গেল।
আমার দেবর আজ বাবা হয়েছে
আমি অনেক খুশি। যে খুশিটা আজও আমার চোখের পানিতে
পরিণত হল সেই দিনের মতো।
তবে আজ আমি আরো বেশি বেশি খুশি। এই খুশির চোখের পানি লুকাবো না আর। আজ আমি আমার জীবনে প্রথম চাচি হয়েছি...
আমার মেয়ে দোয়া করেছিল তার চাচাতো ভাই বা বোন যেন তার জন্মদিনে হয়। সে কথাটা সত্যি হল। আজ আমার মেয়েরও জন্মদিন।
ওরা সবাই যেন ভালো থাকে সবসময়।
http://www.youtube.com/watch?v=vbnSxCvjFFU
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩