
মা।
সে যে মা,
নয়-দশ মাস একটি মা কি যে কষ্ট করে!
তা শুধু মা, মা-ই জানে।
রাতের পর রাত পার করছে না ঘুমিয়ে,
দিনে আছে না খেয়ে,
তারপরও সে চলছে খুশি নিয়ে,
বাচ্চার কথা ভাবছে সে মনে মনে।
মা।
সে যে মা,
বাচ্চার জন্মের পরতো সে সব ভুলে যায়,
কেমন ছিল এই নয়-দশ মাস,
কেমন ছিল বাচ্চার জন্মের কষ্ট।
মা।
সে যে মা,
জীবনে অনেক স্বপ্ন ছিল,
নিজের স্বপ্ন ভুলে বাচ্চার স্বপ্ন নিয়ে ব্যস্ত হল,
বাচ্চার প্রথম কথা থেকে শুরু করে,
প্রথম বসা, হাঁটা, খেলাধুলা,
প্রথম ইস্কুল স্বপ্ন শুরু,
বাচ্চা বড় হয়ে হবে একটা কিছু,
কত রকমের স্বপ্ন নিয়ে,
দিনের পর দিন কাটছে বাচ্চার পিছু।
মা।
সে যে মা,
বাচ্চা বড় হয়ে হল না কিছু,
একটার পর একটা খারাপই করছে,
পাড়া-পরশি সব দোষ মাকে দিচ্ছে।
মা।
সে যে মা,
মায়ের চোখে এত স্বপ্ন,
বুকে এত ব্যথা,
বাচ্চারা কি ভাবছে সেই মায়ের কথা?
.......
আমাদের পাড়ার এক মহিলা,
স্বামী মারা গেছেন ১৫ বছর হল।
মহিলাটি একা একা অনেক কষ্ট করে বাচ্চাদের বড় করেছেন।
বড় ছেলে খুব ভাল, খুব লক্ষ্মী ছেলে...
সবাই বলে সে নাকি তার বাবার মত।
ছোট ছেলে রাস্তার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়,
সবাই তখন মায়ের দোষ দেখায়।
.......
মায়ের কষ্ট পড়ে না কারও চোখে,
মানুষরা শুধু ব্যথা দিতে থাকে।
বাচ্চারা যদি একবার ভাবত মায়ের কথা!
পেত না মা বুকে এত ব্যথা।