আজ ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কেমন আছেন?
বললেন মন ভাল না কারন সবাই কান্না কাটি করছে।
মনে মনে বলি....হুম, কিন্তু এখানে বাচ্চারা যে কি খুশি। কারো দাদাভাই-দুদুমনি আবার কারো নানাভাই-নানু নয় মাস পর আসছেন।
এক সপ্তাহ থেকে ঘর সাজানো হচ্ছে। বাচ্চাদের খুশি দেখে মনে হয় যেন ঈদ আসছে।
না....না ঈদ বলা যাবেনা কারন....আজ-কালকের বাচ্চাদের ঈদে তেমন খুশি দেখা যায়না।
ঈদ বলা টিক হয়নি...
বাচ্চারা কেমন খুশি আমি লিখে বুঝাতে পারবনা।
আসলে দাদা-দাদি নানা-নানি না থাকলে বাচ্চাদের সুন্দর নাই, আর তাদের ভালবাসা...
মাঝে মধ্যে মানুষ আমাকে জিজ্ঞাস করে....তুমি কি এখনও তোমার শশুড় শাশুড়ী সাথে থাক?
আমি বলি হুম....
শশুড় শাশুড়ী ওদের এইযে ভালবাসা এটা কই পাব?
সব কিছু তো টাকা দিয়ে কেনা যায়
কিন্তু...ভালবাসা কেনা যায় না।
.
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৬