এক যে ছিল টাগ
এক বনে ছিল এক টাগ । টাগ খুবই আধুনিক আর ভয়ংকর প্রাণী । এ জন্যই লোকে বলে ‘বাঘের উপর টাগ’ । বাঘের সাথে টাগের প্রধান পার্থক্য হচ্ছে বাঘ কথা বলতে পারেনা কিন্তু টাগ মানুষের মতই কথা বলতে পারে, গান পারে (বিভিন্ন
টেলিভিশন চ্যানেলের গানের প্রতিযোগিতায় অংশগ্রহণও করে ), কবিতা আবৃত্তি করতে পারে ।
এক দিন সেই বনের পথে হাঁটছিল এক কাঠুরিয়া । এমন সময় তার সামনে পড়ল ভয়ংকর সেই টাগ । ভয়ে কাঠুরিয়ার প্রান যায় যায় দশা ।
টাগঃ ঠালুম*
(*বাঘ যেমন ‘হালুম’ বলে হুংকার ছাড়ে তেমনি টাগ হুংকার ছাড়ে ‘ঠালুম বলে)
কাঠুরিয়াঃ (ভয়ে ঢোঁক গিলতে গিলতে) তুমি কে ? কি চাও ?
টাগঃ এটা কি ধরনের প্রশ্ন হল ? এমন ভাবে বলছিস যেন আমি একটা ছিঁচকে
ছিনতাইকারী । তুই আমাকে চিনতে পারিস নি ? আমি টাগ , তোকে আমি খাব ।
কাঠুরিয়াঃ তুমি আমাকে কেন খাবে ?
টাগঃ (একটু রাগস্বরে) আবার মুখে মুখে প্রশ্ন করিস ? তোরা যখন হাস –মুরগী কেটে খাস তখন কি তাদের অনুমুতি নিস ?
কাঠুরিয়াঃ তা নেইনা ঠিক , কিন্তু আমাকে খেলে তো আমার বউ-বাচ্চা না খেয়ে থাকবে ,
টাগঃ (বিস্ময়ে চোখ কপালে তুলে) কি বলিস ? তোকে তোর বউ বাচ্চাও খাবে নাকি ?
কাঠুরিয়াঃ আরে নাহ , আমি না থাকলে কাঠ কাটবে কে ? কাঠ না কাটলে তারা খাবে কি ?
টাগঃ (ছোটখাট একটা হাই তুলতে তুলতে) ও, বুঝতে পেরেছি , তোরা তাহলে ইদানিং কাঠ খাওয়া শুরু করেছিস...
কাঠুরিয়াঃ ধুত্তুরি , আমরা কাঠ খেতে যাব কেন ? কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করি , তারপর সেই টাকা দিয়ে কিছু কিনে খাই ।
কাঠুরিয়ার কথা শুনে যেন একটু উদাস হয়ে গেল টাগ । আকাশের দিকে আনমনে কিছু একটা ভাবল । এরপর দার্শনিকের মত মাথা ঝাকিয়ে বলল ‘বুঝিরে সবি বুঝি ,
পৃথিবীতে টাকাটাই আসল , নো মানি , নো হানি। আজ যদি আমার টাকা থাকতো তাহলে কি আর তোকে খেতে হত ? আচ্ছা, তোর লাইফ ইনস্যুরেন্স করা নেই ? থাকলে তো তোকে আরাম করে খাওয়া যেত ।’
কাঠুরিয়াঃ না নেই । (মনে মনে কাঠুরিয়া বলল, থাকলেও কি আর তোকে জানাতাম ?)
টাগঃ (আকাশের দিকে চেয়ে উদাসী হওয়ার সুরে) পৃথিবী বড় কঠিন জায়গারে , টু হার্ড । এইযে তোকে খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তোর অবস্থার কথা চিন্তা করে খেতে পারছিনা । আমরা তো আর মানুষের মত অমানুষ না ...
সত্যি বলতে এতক্ষন একটু ভয়ে ভয়ে ছিল কাঠুরিয়া । টাগের এই কথায় ভয়টা একটু কমলো । টাগ তার কোন ক্ষতি করবেনা বলেই মনে হয় ।
কাঠুরিয়াঃ আমি তাহলে যাই এবার ?
টাগঃ যাবি ? আচ্ছা, তোর ফোনে কি ইন্টারনেট আছে ? থাকলে দিয়ে যা একটু ফেসবুকিং করি ।
কাঠুরিয়াঃ থাকবেনা ? ইন্টারনেট ছাড়া কি আর এখন একদিনও চলে ?
হাত বাড়িয়ে কাঠুরিয়ার মোবাইল হাতে নিল টাগ । কি মনে করে যেন একবার ফোনের
ব্যালেন্স দেখে নিল ।
টাগঃ তোর ফোনে দেখি অনেক টাকা রে , দাড়া বাবাকে একটা ফোন দিই ।
কাঠুরিয়াঃ তোমার বাবাও আছে নাকি ?
টাগঃ কি আজেবাজে বলিস ?
কাঠুরিয়াঃ না মানে জীবিত আছেন নাকি জানতে চাইলাম ।
টাগঃ হুম আছেন । আমাকে দেখে কি তোর বুড়া বলে মনে হয় ? দেখিস না আমার স্কিন এখনও কেমন টানটানে...
কাঠুরিয়াঃ (টাগের গায়ে একবার চোখ বুলিয়ে) হুমম অনেক দামী জিনিষ ।
টাগঃ ঠিক ধরেছিস , একেবারে ‘এক্সপরোর্ট কোয়ালিটি’ । আমাদের চামড়ার কাছে বাঘের চামড়া পাত্তাই পায়না । (আঙ্গুল মুখে দিয়ে চুপ থাকার ইশারা দিয়ে)
কথা বলিস না , ওপাশে রিং হচ্ছে...
(সামান্য নীরবতা) হ্যালো বাজান... (মুচকি হাসি)... কথা তো সব মুইছে গেছে বাজান...।
ফোনের লাইন কেটে দিয়ে মুখ চেপে হাসতে লাগলো টাগ
কাঠুরিয়াঃ কি হয়েছে ? কথা ভুলে আবার হাসছো কেন ?
টাগঃ আরে কথা ভুলিনি , ইচ্ছে করে এমন করেছি , তোদের যে কলরেট , কথা না ভুলে উপায় আছে ?
কাঠুরিয়াঃতাহলে কথা বলতে গেলে কেন ?
টাগকে দেখে মনে হল কাঠুরিয়ার কথায় একটু কস্ট পেয়েছে । চাপা সুরে বলল ‘ আরে বুঝিস না, কথা না বললে তো একটা ‘কমিউনিকেশন গ্যাপ’ হয়ে যাবে’
(আবারো কিছুক্ষনের জন্য নীরবতা)
টাগঃ তোদের একটা কবিতা আছেনা... অই যে , ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়... কবিতাটা খুব মনে পড়ছে রে, দু দিন ধরে কিচ্ছু খাইনা ।
কাঠুরিয়াঃ কেন ? জঙ্গলে কি খাবারে অভাব আছে নাকি ? কত ধরনের জীব জানোয়ার ।
টাগঃ সে তো জানি । কিন্তু সামনে আবার বনে ইলেকশন তো তাই কাউকে খেতে পারছিনা । নির্বাচনের আগে ‘ইমেজ’ বলে একটা কথা আছেনা ?
এমন সময় টাগের দিকে তাকিয়ে কাঠুরিয়ার মাথায় একটা বুদ্ধি খেলে গেল । আমতা আমতা করে সে বলল ‘ইয়ে তুমি যদি আমার সাথে আমাদের গ্রামে চল তাহলে হয়তো তোমার খাবারের একটা ব্যাবস্থা করা যাবে । আমাদের গ্রামে চাইনিজ , থাই , ইন্ডিয়ান সব ধরনের মানুষ আছে । যেটা খুশি ধরে খেতে পারবে ।
সব শুনে চকচক করে উঠল টাগের চোখ । অবিশ্বাসের সুরে জানতে চাইল ‘সত্যি বলছিস তো?’
কাঠুরিয়াঃ সত্যি
টাগঃ তাহলে চল...
টাগ আর কাঠুরিয়া রওনা হল গ্রামের দিকে । টাগকে সাথে করে নিয়ে আসার খবরটা টাগ মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দিল গ্রামের সবার কাছে । গ্রামে ঢোকা মাত্র গ্রামের মানুষ লাঠি হাতে টাগকে ঘিরে ধরল । কাঁদোকাঁদো চোখে টাগ বলল
‘তুই আমার সাথে এমন করতে পারলি ?’
কাঠুরিয়া তার হাতের মোবাইল দেখিয়ে বলল ‘সেই দিন কি আর আছে ? এখন দিন বদলাইছে না ?
এরপর সবাই মিলে পিটিয়ে টাগকে মেরে ফেলল । আর টাগকে সাথে করে নিয়ে আসার জন্য টাগের চামড়া বিক্রির একটা বড় অংশ কাঠুরিয়াকে দেওয়া হল । তবে কাঠুরিয়া কাঠ কাটা বন্ধ করলনা । টাগের চামড়া থেকে পাওয়া টাকা গুলোকে সে
সাইড ইনকাম হিসেবেই ধরে নিল ।
মূলবাক্যঃ টাগ হয়ে মানুষের সাথে বেশি কথা বলা মোটেও উচিত না ।
নাসিফ চৌধুরী
দৃষ্টি আকর্ষণঃ সৌহার্দ্যপূর্ণ ব্লগ কমিউনিটি গঠনের আহ্বান।
সম্মানিত ব্লগারগণ,
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আমাদের এই কমিউনিটির পরিবেশকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধ’ তাহলে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আবারো প্রমাণ হলো!
মুক্তিযুদ্ধ’ তাহলে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আবারো প্রমাণ হলো!
মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে মিথ্যা নয়। ডান/বামদের দাবী মুক্তিযুদ্ধের ‘আওয়ামী ন্যারিটিভ’ দিয়ে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দলীয় ইতিহাস বানিয়ে ফেলা... ...বাকিটুকু পড়ুন
বিরাট ব্যাপার-স্যাপার | রম্য =p~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নিজের মোবাইল... ...বাকিটুকু পড়ুন
চাই সরাসরি দুইস্তর বিশিস্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন: নতুন বাংলাদেশের অঙ্গীকার
ভূমিকাঃ
ছাত্র-জনতার সফল জুলাই বিপ্লবের পর আজ বাংলাদেশ গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও প্রকৃত উন্নয়নের এক নতুন পথে যাত্র শুরু করেছে। নোবেল লরিয়েট ড। ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার... ...বাকিটুকু পড়ুন
সুপার সানডে : সংঘর্ষ ও নৈরাজ্যের পথে বাংলাদেশ!
আজকের দিনটি বাংলাদেশের সচেতন মানুষের দীর্ঘদিন মনে থাকবে। এত সংঘর্ষ ও মারামারি অনেকদিন পর ঢাকাবাসী প্রত্যক্ষ করলো। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ আগে থেকেই উদ্বিগ্ন তার উপর বিভিন্ন অবরোধ... ...বাকিটুকু পড়ুন