৯) খেলাধুলা করতেঃ
মানুষের বিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ।বিশ্বে বিভিন্ন ধরনের খেলাধুলা চালু আছে ।দৈহিক ও মানসিক সুস্থ্যতার খেলাধুলা গুরুত্বপুর্ন ভুমিকা রাখে ।খেলা ধুলা সাধারণত দুই প্রকার : ইনডোর ও আউটডোর ।বিভিন্ন প্রতিযোগীতা মুলক ও আকর্ষনীয় খেলাধুলা আছে ।খেলাধুলার মধ্যে অন্যতম হচ্ছে অলিম্পিক স্পোর্টস, ফুটবল, ক্রিকেট,হকি, বাস্কেট বল,লন টেনিস,দাবা,রাগবি,ভলিবল,ব্যাডমিন্টন,গলফ,বিলিয়ার্ড,আর্চারি,কুংফু-ক্যারাট,রেসলিং,সামুরাই,কুস্তি সহ দেশী বিদেশী নানা প্রকার খেলা ।এসব খেলাধুলায় অংশ গ্রহনের জন্য মানুষ বিদেশে যায় ।খেলাধুলার জন্য এক বিপুল পরিমান অর্থ ব্যয় করা হয় ইউরোপে ।এক একটি ফুটবল ক্লাবে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা হয় ।ক্রিকেটে ও প্রচুর টাকা ব্য য় করা হয় । অলিম্পিক স্পোটস হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা প্রতিযোগীতার বৃহত্তম ক্ষেত্র ।খেলাধুলার মাধ্যমে মানুষ সহজে অর্থ,সম্মান,প্রভাব প্রতিপত্তি,খ্যাতিমান ও পরিচিত হতে পারেন । এ কারণে মানুষ প্রচুর পরিমানে বিদেশ যায় । কাজেই বিদেশে যাওয়ার অন্যতম কারণ খেলাধুলা করতে ।
১০) ধর্মীয় কারণে বা প্রচার করতেঃ
মানব কল্যানে ধর্মের সৃষ্টি হয়েছে।মানব কল্যান্যের জন্য মানুষ ধর্ম প্রচার করেন।ধর্মীয় কারণে মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন ।মিশনারীরা এজন্য সর্ব ধরনের ত্যাগ স্বীকার করে সমগ্র বিশ্বে তাদের তৎপরতা চালাতে চালাচ্ছেন ।বিভিন্ন দেশ,ব্যক্তি,দাতাগোষ্ঠী,এনজিও,বহুজাতিক কোম্পানী ও বৃৎত ইন্ডাষ্ট্রি মিশনারী তৎপরতা চালাতে সাহায্য সহযোগীতা করেন । বিশেষ করে বিশ্বের বৃৎত ধর্মগুলি তাদের ধর্মীয় মতবাদ প্রচার ও শক্তিশাল করতে বিপুণ অর্থ ব্যয় করেন । ধর্মীয় কার্যকলাপের মধ্যে অন্যতম হচ্ছে সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন,তীর্থ যাত্রা,এনালগ ও অনলাইনে প্রচার,সামাজিক মাধ্যমের ব্যবহার,দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা,চিকিৎসা সেবা,শিক্ষার সহায়তা,খাদ্য সাহায্য,বস্ত্রের সংস্থান,কর্মের ব্যবস্থা,প্রাকৃতিক দুযোগ ও মানব সৃষ্ট দুর্যোগ সহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্থ মানুষের সেবা করা।মানুষের সেবা ও কল্যান করা ধর্মের অন্যতম উদ্দেশ্য ।আর সেবার মাধ্যমে যার যার স্বীয় ধর্মের প্রতি আস্থা ও আনুগত্যশীল হউক এটা সকলে চাই । ।হজ্জ্ব,ওয়াজ মাহফিল,ইসলামী সম্মেলন,তাবলিগ দাওয়াত কার্যক্রম,স্কলারদের গবেষনা, সনাতন ধর্মের ইসকন সহ অন্যান্য ধর্মালম্বীরা বাংলাদেশ হতে বিদেশে যায় ।
ধর্মের বিস্তৃতি, ভীত কে শক্তিশালী ও সুফল কল্যান সকলের নিকট পৌছাতে মিশনারীরা সদা তৎপর। কাজেই ধর্মীয় কারনে বা প্রচার করতে মানুষ বিদেশে যান ।
বাকী অংশ---৬ (পরবর্তীতে)---চলবে ----
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৬ (পর্ব-১)
পুর্বের অংশ দেখতে নিম্ন লিঙ্ক
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৪ (পর্ব-১)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪