৭) চিকিৎসা নিতেঃ
এ পৃথিবীতে মানুষের রোগের অভাব নেই।একটি নির্মুল হচ্ছে তো অন্য নতুন রোগ দেখা দিচ্ছে ।প্রচলিত পুরান রোগ শোক তো আছেই ।কিছু মানুষ জন্ম হতে ত্রুটি নিয়ে জন্মায় ।এসব ছোট বড় শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা কে তাই প্রাকৃতিক বলা চলে । আবার কিছু ক্ষেত্রে দুঘটনার কারনে মানুষ বিকলাঙ্গ, অঙ্গহানি বা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারেন ।রোগ শোক থেকে স্বাস্থ্য ও শরীর সুস্থ্য রাখতে চিকিৎসা নেওয়া অতি প্রয়োজন ।এ জন্য প্রতি বছর প্রচুর লোক বিদেশে যায় উন্নত চিকিৎসা নিতে ।সব দেশের চিকিৎসা সরঞ্জাম,পদ্ধতি,পরিবেশ,তুলনামুলক খরচ,যাতায়াত ও চিকিৎসকের গুণগত মান এক নয় ।সার্বিক চিকিৎসার মান যেখানে ভালো মানুষ সাধারণত সেখানে চিকিৎসা নিতে যায় ।যাতায়াত সহ অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে মানুষ চিকিৎসা নিতে তার পছন্দের দেশে যান । কেউ যান ইউরোপের দেশ গুলিতে, কেউ যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের সৌদি-কাতার-দুবাই,জাপান,সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারত সহ অারও অনেক দেশে । বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক লোক বিদেশে চিকিৎসা নিতে যায় । কাজেই মানুষের বিদেশে যাওয়ার অন্যতম কারণ চিকিৎসা ।
৮) রাজনৈতিক আশ্রয় নিতেঃ
পৃথিবীর সর্বত্র কমবেশী যুদ্ধ হানাহানি লেগে আছে ।বিভিন্ন কারণে সেটা সমাজ এবং রাষ্ট্রেও বিরাজ করে ।প্রতিটি দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে ।আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক ।কিন্তু সকল দেশের রাজনৈতিক নীতি আদর্শ এক নয় । বিশ্ব রাজনৈতিক অঙ্গনে রাজতন্ত্র,গণতন্ত্র ও সমাজতন্ত্র বিশেষভাবে লক্ষ্য করা যায় । এ ছাড়াও আছে গনতন্ত্রের নামে স্বৈরতন্ত্র । আবার মিক্সড হ-য-ব-র-ল তন্ত্র ও কম নেই ।বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে বিভিন্ন মতবাদের লোক ও তাদের অনুসারী ।বিভিন্ন বর্ণ,গোত্র,ভাষা ও জাতির মানুষ বসবাস করে সেখানে ।আছে উপজাতি,সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়।আছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগ ।মানব সৃষ্ট দুর্যোগ হচ্ছে ক্ষমতাধর ব্যক্তি বা শাসক গোষ্ঠীর দ্বারা শাসন,শোষন,শারীরিক ও মানসিক নির্যাতন । তার মধ্যে অন্যতম হলো গুম,হত্যা,অপহরন,ইজ্জত-সম্মান হানী,লুন্ঠন,বিকলাঙ্গ করা,অগ্নি সংযোগ,আর্থিক প্রতিষ্ঠানে হামলা, দখল,শিক্ষায় বাধা,কাজকর্ম করতে না দেওয়া সহ নানা প্রকার হয়রানী । অনেক সময় আইন শৃঙ্খলা ও দেশের স্বার্থ রক্ষার্থে অভিযুক্ত ব্যক্তি কে কঠিন শাস্তির দেওয়া হয় । আবার অনেক ক্ষেত্রে ষড়যন্ত্র করেও শাসক গোষ্ঠী নিরীহ ও নিঃঅপরাধ ব্যক্তির শাস্তি দিয়ে থাকেন ।এ সকল খারাপ অবস্থা হতে মানুষ মুক্তি চায় । কোন ক্ষেত্রে ও সময়ে এ কাজগুলি গনহারেও করা হয় ।যাই হউক কোন দেশে যখন দুর্নীতি ও স্বৈরাচারী দমন নিপিড়ন ও শাস্তি অনৈতিকভাবে গনহারে বৃদ্ধি পায় তখন মানুষ মুক্তি পাওয়ার জন্য বিদেশে যান ।মান সম্মান,সম্পদ ও জীবন রক্ষার্থে বৈধ-অবৈধভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় নেন ।এভাবে সমগ্র বিশ্ব হতে একটি বিশাল অংশ নিজ দেশ হতে উন্নত-অনুন্নত দেশগুলিতে নিরাপত্তা,শাস্তি হতে মুক্তি এবং জীবন বাচতে যায় ।বাংলাদেশের ও অনেক লোক ইউরোপ,অস্ট্রেলিয়া,মধ্যপ্রাচ্য,আফ্রিকা,মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন । কম বেশী প্রায় সর্বদা এভাবে মানূষ রাজনৈতিক আশ্রয়ের জন্য বিদেশ যান ।তাই বিদেশ যাওয়ার অন্যতম কারণ রানৈতিক আশ্রয় ।
বাকী অংশ--৫(পরবর্তীতে)---- চলবে----
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৫ (পর্ব-১)
পুর্বের অংশ দেখতে নিম্ন লিঙ্ক
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৩ (পর্ব-১)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭