৫) ব্যবসা বানিজ্য করতেঃ
ব্যবসা বানিজ্যের গতি ও পরিধি এখন আর নির্দিষ্ট কোন গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই ।প্রাচীন কালে মানুষ অনেক কষ্ট করে ব্যবসা বানিজ্য করতেন ।তখন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির অভাবে সেটা করতে মানুষ বাধ্য হতো ।পায়ে হেটে,প্রানী বাহি যানবাহন,নৌকা বা কাঠের তৈরী জাহাজ ছিলো একমাত্র ব্যবসা বানিজ্যের যোগাযোগের মাধ্যম । তখন ব্যবসা বানিজ্য করা ছিলো বড় ঝুকিপুর্ন ।ডাকাত ও দস্যুদের দ্বারা ব্যবসা বানিজ্যের প্রচুর ক্ষতি এমন কি জীবন দিতে হতো । বর্তমানে অনেক নিরাপদে ও সহজে ব্যবসা বানিজ্য করা যায় ।মানুষ তাই ব্যবসা বানিজ্য করতে দেশের বাহিরে বিস্তৃত করছে ।ব্যবসা বানিজ্যের অন্যতম দুটি দিক হচ্ছে আমদানি এবং রপ্তানী ।বিশ্বের বৃহত্তম ব্যবসা হচ্ছে বিজ্ঞান-প্রযুক্তি,খনিজ সম্পদ,সমরাস্ত্র এবং নারী-মদ ।অপ্রচলিত ব্যবসা নবায়ন যোগ্য শক্তি,রিসাইক্লিং পন্য দ্বারা উৎপাদিত, বায়োগ্যাস,অনৈতিক ও চোরাকারবারী ব্যবসা,পাচার ব্যবসা, সহজলভ্যতা ও সহজপ্রাপ্রতা জাতীয় দ্রব্যের ব্যবসাও অছে ।এছাড়া প্রচলিত অনেক ব্যবসাই হচ্ছে এক দেশ থেকে অন্যদেশের সাথে । খাদ্য সংক্রান্ত ব্যবসা,চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র সংক্রান্ত, নিত্য ব্যবহার্য দ্রব্যাদী,শিক্ষা সংক্রান্ত, শিল্প ইন্ডস্ট্রির কাচামাল,বিনোদনের সামগ্রী, পরিবহন সামগ্রী,তথ্য ও যোগাযোগ সামগ্রী, অবকাঠামো সংক্রান্ত, ব্যাংক বীমা ব্যবসা প্রসার করতে,কৃষি সংক্রান্ত,ক্ষুদ্র-কুঠির শিল্প,মৎস্য সম্পদ,পশু সম্পদ,পরিবহন ব্যবসা,মসলার ব্যবসা,ফল-ফ্রুটের ব্যবসা,বনজ সম্পদ,ফার্নিচার,খেলনা,চামড়া,প্লাস্টিক পন্য,ঔষদ শিল্প,উদ্ভিদ তন্তু,চা-কোকবীচ,মানব সম্পদ, প্রকাশনা,প্রচার মাধ্যম সহ অন্যান্য ব্যবসা বানিজ্যের কাজে মানুষ প্রচুর বিদেশ ভ্রমন করেন ।সারা বছর তাই ব্যবসা বানিজ্য করতে মানুষ বিদেশে যায় । কিছু ব্যবসা রাষ্টীয়ভাবে হয় ।বাদ বাকী অধিকাংশ ব্যবসা ব্যক্তিগতভাবে চলে ।আবার সরকার ও ব্যক্তি যৌথ অংশী দারিত্বেও ব্যবসা করতে দেখা যায়। কিছু আন্তর্জাতিক ব্যবসা আছে যা কোম্পানীর নামে চলে ।দাতা গোষ্ঠীদের অনেক এনজিও ব্যবসা বানিজ্য করছে ।এছাড়া একাধিক রাষ্ট্র যৌথভাবেও ব্যবসা বানিজ্য করতে দেখা দেয় । সমগ্র বিশ্বে ব্যবসা বানিজ্য বিস্তৃত ও প্রসার ঘটাতে তাই বিদেশ যেতে হয় ।
৬) স্থায়ীভাবে বসবাস করতেঃ
মানুষের বসবাসের জন্য বিভিন্ন কারনে অনেক দেশ ঝুকিপুর্ন ও অযোগ্য হয়ে উঠছে ।তাই মানুষ একটু সুখ,শান্তি ও নিরাপদে থাকতে প্রিয় মাতৃভুমি কে ত্যাগ করছে । প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারনে এটা হচ্ছে ।প্রাকৃতিক কারনের মধ্যে ভুমিকম্প,আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত,ঝড়,জলোচ্ছাস,খরা,উষ্ণতা বৃদ্ধি,অতিবৃষ্টি অনাবৃষ্টি,অতিরিক্ত বরফ পড়া,মহামারি রোগশোক যেমন প্লেগ-ইবোলা,পানির স্বল্পতা,খাদ্য ও বাস্তুসংস্থানে মধ্যে বিপর্যয় ঘটা সহ নানা করনে এ পৃথিবীর অনেক স্থান বাস যোগ্যতা হারাচ্ছে । মানুষ একটু উন্নত জীবন যাপন করার জন্য বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে যায় । উন্নত বিশ্বের দেশগুলি মাঝে মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকেন সাধারণত ধনীরা তা গ্রহন করে থাকেন ।মানব সৃষ্ট বিপর্যায় মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধ বিগ্রহ, মারনাস্ত্রের ব্যবহার,পারমানবিক তেজক্রিয়া,বনজঙ্গল উজাড় করা,জীববৈচিত্র নষ্ট করা,অপরিকল্পিত পানি উত্তোলন,কার্বন-ডাই অক্সাইড,সিএফসি গ্যাসের আধিক্য,বিভিন্ন কৃত্রিম কারনে ওজন স্তরের ক্ষয়, মাত্রারিক্ত কলকারখানা ইন্ডাস্ট্রি,গ্রিন হাউজ ইফেক্ট,উন্নত নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবহার,খনিজ পদার্থের অপরিকল্পিত উত্তোলন,পাহাড় কাটা,নদ-নদীর প্রবাহতে বাঁধ,মানব সৃষ্ট বর্জ্য পদার্থ,মলমুত্র বিষ্ঠা,পরিবহন হতে নির্গত ধোয়া, অপরিকল্পিত ও অস্বাভাবিক নৌযান ব্যবহারে পানি দুষন,অতিরিক্ত কৃত্রিম রাসায়নিক সার ও ঔষধ ব্যবহারে খাদ্য বিষক্রিয়া,গৃহপালিত পশু পাখির কৃত্রিম চাষ,ফল ফ্রুটের অস্বাভাবিক ভেজাল মিশ্রন,প্রাকৃতিক মৎস্য উৎপাদন বিঘ্নিত করে কৃত্রিম চাষ,অপরিকল্পিত অবকাঠামো নির্মান সহ শত শত কৃত্রিম কারণে পরিবেশ জলবায়ু ও ঋতু তার স্বাভাবিক নিয়ম হারাচ্ছে । ফলে বিপর্যায় দেখা দিচ্ছে ।অনেক প্রাকৃতিক নিয়মেরও ব্যতিক্রম ঘটার জন্য একমাত্র মানুষের স্বার্থপরতা দায়ী।আফ্রিকা মহাদেশের কিছু অঞ্চল ও মধ্যপ্রাচ্য প্রায় বাস অযোগ্য হয়ে উঠছে ।বর্তমানে ফিলিস্তিন,আফগানিস্তান,লিবিয়া,বার্মা,ইরাক ও সিরিয়ার সমস্যা সম্পুর্ন রুপে মানব সৃষ্ট বিপর্যায়।ক্ষমতা ও স্বার্থ চরিতার্থ করতে হাতে গননা করা ৩/৪টি রাষ্ট্র এসবের জন্য দায়ী । নিরাপদ,সুখ শান্তি,আন্দঘন,শৃঙ্খল ও নির্মল প্রাণোচ্ছল একটি সুন্দর পরিবেশের জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশ য়ায় ।পুর্বপুরুষ বাপ-দাদার মাতৃভুমিকে অনেক কষ্ট হওয়া সত্বেও বাস্তব নির্মম কারণে মানুষ প্রতিনিয়ত দেশ ছেড়ে পছন্দের প্রিয় দেশে পাড়ি জমাচ্ছে । তাই বিদেশে যাওয়ার অন্যতম কারণ স্থায়ীভাবে বসবাস করা ।
বাকী অংশ--৪(পরবর্তীতে)----চলবে----
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৪ (পর্ব-১)
পুর্বের অংশ দেখতে নিম্ন লিঙ্ক
বিদেশ নিয়ে যত কথাঃবাকী অংশ ২ ---( পর্ব-১ )
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭