চীন থেকে বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য কিছু জরুরী তথ্য দরকার। কেউ সাহায্য করলে খুবই উপকৃত হব।
আমার নিজের অভিজ্ঞতা নেই, একটা পরিকল্পনা নিয়ে কাজ করা শুরু করলাম মাত্র, কাজেই প্রাসংগিক যেকোন ধরনের তথ্য/পরামর্শ দিলে খুশীই হব।
১. চীনে পে করার জন্য টাকা চীনে কিভাবে আসবে?
২. এর সাথে এল সি খোলার কোন সম্পর্ক আছে কি? যদি থাকে তাহলে প্রক্রিয়াটা কী?
৩. চীন থেকে বাংলাদেশে শিপমেন্ট কিভাবে/ কাদের মাধ্যমে করতে হবে?
৪. বাংলাদেশ (চট্টগ্রাম) থেকে ওইগুলা খালাস কিভাবে করতে হবে?
৫. ট্যাক্সের বিষয়গুলো কিভাবে কখন পরিশোধ করতে হবে এবং ট্যাক্সের হিসাব কিভাবে হবে?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩০