… ভিতরে আর একটি কাঠের বন্ধ দরজা। ভিতর ঘরে গোঙ্গানীর শব্দ। কেউ একজন দাঁতে দাঁত চেপে যন্ত্রণা ভোগ করছে। দরজা খুলে গেল। ইনি এসব দেখতে দেখতে অভ্যস্ত। অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেল। বুঝতে পেরেছে ডুব সাঁতারের খেলা। নোনা জলে ভিজতে ভিজতে আজ এই অবস্থা। পোকাটা বের করে আনতে হবে। ঘোলা জলে পোকাটি যার শরীরে বাসা বেঁধেছে তাকে বাঁচাতে হবে।…. (মিলন বনিক)
…. দু’বার ইয়াসিনের বিয়ের জন্য মেয়ের খোঁজ আনলে, ও প্রথম প্রশ্নটাই করেছিল- ‘আচ্ছা, মেয়ে লম্বাতো?’ নিজের বাড়িতেও রেহনুমা এমন দেখেছে; বড় জ্যাঠু বলতো ‘লম্বাদের একটাই দোষ- ওরা লম্বা আর খাটোদের হাজারটা দোষ। ছোট ফুফু পিয়াসী খানম রেহনুমাকে উনার ছেলের বউ করেননি কারণটা হয়তো রেহনুমা খাটো বলেই আর হয়তো সেরকম সুন্দর নয় বলে। … (প্রজ্ঞা মৌসুমী)
… ফাদারের প্রার্থনা শেষ করার পরে কফিন ঢেকে দেয়া হল মাটি দিয়ে। জবা অঝোরে কাদছিল। পলিন যেন পাথর হয়ে গেছে একেবারে। সৌমিত্রর কথা মনে পড়ে গেল পলিনের। সৌমিত্র থাকলে কি করতো এখন?...
(ডঃ জায়েদ বিন জাকির শাওন)
… সংবাদপত্র পাঠ, টিভিতে সংবাদ শোনা বাদ দিয়েছে কয়েক বছর। এতসব খুন-গুম-অপহরণ-ধর্ষণ-দুর্নীতি-ফরমালিন--আর ভালো লাগে না। তবু চোখ-কান তো বন্ধ রাখা যায় না। কয়েক দিন ধরে কানে একটা কথা ভেসে আসছে,
--সমুদ্র বিজয়! সমুদ্র বিজয়!!... (শবনম রুবি)
কোট করা অংশগুলোর আগে-পরে কি আছে? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? হ্যাঁ, আমারও খুব ইচ্ছে করছে বাছাই করা ১৬ টি ভিন্ন স্বাদের গল্প বইটিতে কীভাবে বিন্যস্ত হয়েছে তা দেখতে, বইটির গন্ধ শুঁকতে। নতুন বইটির প্রতিটি পাতার সুঘ্রাণ নেবো! আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে, বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী থেকে মুক্ত চিন্তার লেখক সংগঠন ‘সংকাশ’ থেকে প্রকাশিত গল্প সংকলন ‘নৈঃশব্দ্যের উচ্ছ্বাস!’
এ পর্যন্ত তিনটি গল্প সংকলন প্রকাশিত হলো নৈঃশব্দ্য যুক্ত করে। ‘নৈঃশব্দ্যের শব্দযাত্রা (২০১২)’ ‘নৈঃশব্দ্যের উচ্চারণ (২০১৩)’ এবং এইবার ‘নৈঃশব্দ্যের উচ্ছ্বাস (২০১৫)’। সংকাশ যুক্ত বা মুক্ত সকল লেখক তাদের লেখাকে ডায়রীর পাতা বা মনের অবগুন্ঠনের নৈঃশব্দ্য হতে মুক্ত করে তুলে দিয়েছে দেশের সবচেয়ে বড় বই ও বন্ধুমেলা ‘অমর একুশে বইমেলায়’ সকল পাঠক বন্ধুর হাতে কাগজের পাতায় করে।
নিজের অথবা আপনার বন্ধুর বইটি কেমন হলো তা দেখতে কিংবা বই কিনতে ভিড় জমাবো আমরা প্রাণের বইমেলায়। দেখা হবে বন্ধু, মনের বন্ধনে, প্রতিটি দিন, বইমেলা প্রাঙ্গণে।