গত ২০ ফেব্রুয়ারী মানসিক অসস্থিবোধ করছিলাম। ভাবলাম আশেপাশে কোথাও ঘুরে আসি। নিকট বলতে ঐ কুঠিবাড়ি যেখানে অনেক বার যাওয়া হয়েছে।
কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এখন অনেক সুন্দর পরিবেশ। নতুন করে পিকনিক স্পট করা হয়েছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে থেকে কবির হাজার হাজার ভক্ত কুঠি বাড়িতে ভক্তদের পদচারণায় মুখরিত হয়।
১। রবীন্দ্র কুঠিবাড়ি।
২। কুঠিবাড়ির চারিদিকে ফুলের সমারোহ।
৩। বিভিন্ন কালারের ডালিয়া ফুল।
৪। এবারের বসন্তে কুঠিবাড়ি একটু বেশিই সৌন্দর্যে মাতিয়ে উঠেছে।
৫। দর্শনার্থীদের উপছে পড়া ভির।
৬। আছে খোলামেলা আম বাগান।
৭। কুঠিবাড়ির ব্যাকসাইডে চক্রকারের সিঁড়ি।
৮। বকুল তলার পুকুর ঘাট ও রবীন্দ্র স্মৃতি বিজরিত বকুল গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
৯। রবীন্দ্র ব্যাবহিত স্মৃতি বিজরিত ট্রলারের অনুলিপি।
১০ । রবীন্দ্র সঙ্গীত গাইছেন আর দর্শনার্থীরা তা উপভোগ করছেন।
১১। চাইলে পুকুর পারে একটু বিশ্রাম নিতে পারেন।
১২। একটা গামছা আর লুঙ্গি যদি নিয়ে আসতাম!
১৩। তখন ছিল দুপুর টাইম, গাছের শীতল ছায়ায় হরেক রকম পাখির ডাক শুনতে ভালই লাগছিল।
১৪। অবশেষে ফেরার পালা।
ছবি গুলো নিজের তোলা। ( পচা ধচা ক্যামেরায় আর কত ভাল ছবি হবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১৮