কেটে গেলো এক বছর............
আজ আমার ব্লগিং জীবনের বর্ষপূর্তি সামহয়্যার ইন ব্লগে। যাকে আমরা ভালবেসে সামু বলে ডাকি।
যেখান থেকে আমি অনেক কিছু শিখলাম, জানলাম, বুঝলাম। কিন্তু দিতে পারিনি কিছুই আগরুম বাগরুম অখাদ্য ছাড়া
আমাকে সামু ব্লগের পাঠক মনে করতে পারেন।
ভাবতে অবাক লাগে! আমার অনিয়মিত পথচলায় একটু একটু করে ভালোলাগার পূর্ণতায় আমি এখনও আছি এই ব্লগবাড়িতে।
কিসের টানে বার বার ছুটে আসি এই ব্লগবাড়িতে? তা অপ্রকাশ যোগ্য।
এমন একটা সুন্দর বাংলা প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য একটু আলাদা ভাবে ধন্যবাদ দিতে চাই জানা আপু এবং আরিল ভাইয়াকে।
ব্লগে যে ভাবে আমার আগমন
প্রায় দের বছর আগের কথা, একটা লেখা পড়ে কমেনট না করে থাকতে পারি নাই। কমেনট করতে গিয়ে দেখি “মন্তব্য করতে লগইন করুন” রেজিষ্ট্রেশন করতে পারছিলাম না আমার অপারগতার কারনে। দুএকদিন চেষ্টা করে হাল ছেরে দিলাম। পাঁচ ছয় মাস পরে আবার চেষ্টা করতেই রেজিষ্ট্রেশন হয়ে গেল। তারপর থেকেই ব্লগে বিচরণ।
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ২৬টি
মন্তব্য করেছি: ১৮০০টি
মন্তব্য পেয়েছি: ৫২৩টি
ব্লগ লিখেছি: ১ বছর ১২ ঘন্টা
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৩১ জন
ব্লগটি ৫৫৭২ বার দেখা হয়েছে
আমার প্রথম পোস্টে প্রথম কমেন্ট করেন ব্লগার অপূর্ণ রায়হান ভাই। তাকে অনেক মিসড করি।
যে সব ব্লগার আমাকে দারুনভাবে উৎসাহিত করে আসছেন।
নুরএমডিচৌধূরী, সেলিম আনোয়ার, মকসুদ মনি, সাদা মনের মানুষ, এম এ কাশেম, ঢাকাবাসী, সরদার হারুন, প্রামানিক, অর্বাচীন পথিক, নীল আতঙ্ক, মহান অতন্দ্র, নেক্সাস, জাহিদ জুয়েল, ডি মুন, আমি অথবা অন্য কেউ, নীল আতঙ্ক, কলমের কালি শেষ, দিশেহারা রাজপুত্র, তুষার কাব্য, জাফরুল মবীন, এহসান সাবির, হাসান মাহমুদ ১২৩৪, একজন একা, বিদ্রোহী বাঙালি, শায়মা, খেলাঘর, মাঘের নীল আকাশ, মেহেরুন, শাশ্বত স্বপন, রজনীগন্ধা, আরজুপনি, নীলপরি, শতদ্রু একটি নদী..., সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, রোদেলা, সুমন কর, হাসান মাহবুব, জেন রসি, জুন, লেখোয়াড়., শাশ্বত স্বপন, সচেতনহ্যাপী, কাল্পনিক_ভালোবাসা, যোগী, দীপংকর চক্রবর্ত্তী, ইমতিয়াজ ১৩, হ্রদয় ৩৩, আনস্মার্ট, শরীফ মাহমুদ ভূঁইয়া, নির্বাসিত শব্দযোদ্ধা, গুরুর শিষ্য, নিশাত সুলতানা, ইন্জীঃজাহিদুল ইসলাম, Zahid Hasan, আহমেদ জী এস, আমি তুমি আমরা, টয়ম্যান, রানা আমান, ইস্কান্দার মীর্যা, রিকি, এরিসপ্লেটো, গিয়াস উদ্দিন লিটন, Fariha, প্রোফেসর শঙ্কু, সুফিয়া, 混沌, চাঁদগাজী, রেজওয়ানা আলী তনিমা, বিদেশী বাঙালী, নূর মোহাম্মদ নূরু, দরবেশমুসাফির, জাতির গ্রান্ডপা, অর্বাচীন পথিক, হেলাল হোসেন, খাটাশ-২, এস কাজী, ভিটামিন সি, অৈথ, উর্বি, রাসেলহাসান, বোকা মানুষ বলতে চায়, AmieeMisirAli, দর্পণ, ভবোঘুরে বাউল, বিজয় নিশান ৯০ , আরণ্যক রাখাল, লালপরী, কামরুন নাহার বীথি, রুদ্র জাহেদ, পটল, খায়রুল আহসান, গেম চেঞ্জার, পাঠক মানব, তাল পাখা, ফেরদৌসা রুহী, সাহসী সন্তান, বনমহুয়া, কথাকথিকেথিকথন, তারছেড়া লিমন, কিরমানী লিটন, কি করি আজ ভেবে না পাই, ভ্রমরের ডানা। যদি কোন ব্লগার আনাকাংখিত ভাবে আমার চোখ এরিয়ে যায় তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। জানিয়ে দিলে এডিট করে দিব।
সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা।
এখনো ভালোবাসি এই ব্লগকে, ভালোবাসি সকল ব্লগারকে
তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়
ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯